প্রসেনজিৎ ও জিৎ একইসঙ্গে বাংলাদেশের দর্শক আগ্রহী সিরিজটি নিয়ে

মাথাভাঙ্গা মনিটর : গত সপ্তাহেই এই বছরের মুক্তির অপেক্ষায় থাকা ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্মের তালিকা প্রকাশ করেছে নেটফ্লিক্স ইন্ডিয়া। বেশ কয়েকটি প্রকল্পের টিজারও প্রকাশ করেছে। এর মধ্যে আছে নীরজ পান্ডের ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর টিজারও, যা মুক্তির পর থেকেই আলোচনায় আছে । আজ বাংলাদেশ থেকে ইউটিউবের মুভিজ বিভাগে ট্রেন্ডিংয়ে দুইয়ে আছে এই সিরিজটির টিজার। মুক্তির অপেক্ষায় থাকা সিরিজটিতে দেখা যাবে পশ্চিমবঙ্গের জনপ্রিয় দুই তারকা প্রসেনজিৎ চক্রবর্তী এবং জিৎকে। এ দুই তারকার অনেক ভক্ত আছে বাংলাদেশে। সে কারণেই হয়তো সিরিজটি নিয়ে দর্শকেরা এত আগ্রহ দেখিয়েছে।
নীরজ পান্ডের এই ওয়েব সিরিজের হাত ধরে ১ম বারের জন্য একসঙ্গে পর্দায় আসছেন প্রসেনজিৎ ও জিৎ। তাও আবার হিন্দি ওয়েব সিরিজের হাত ধরে; তাই দর্শকেরা এত আগ্রহ দেখা যাচ্ছে।
‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর টিজারে রাজনীতিবিদের চরিত্রে ধরা দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর ডাকাবুকো পুলিশ অফিসারের ভূমিকায় দেখা মিললো জিৎ এর।
এদিকে পুলিশের পোশাকে, পুলিশের ভূমিকায় দেখা গেল পরমব্রত চট্টোপাধ্যায়কে। আবার সাদা পাঞ্জাবিতে দেখা দিলেন শাশ্বত চট্টোপাধ্যায়, তাঁর ঠোঁটের কোণে লেগেছিল বক্র হাসি। টিজারের শুরুতেই ধরা পড়েছে হাওড়া ব্রিজ ও ওপর থেকে তোলা কলকাতা শহরের একটুকরা ঝলক। দেখা গেল কার্তুজ, বন্দুকসহ নানা অস্ত্র তৈরি করার ঝলক। ধরা পড়ল একের পর এক খুনের ঝলক, রক্ত ঝরল। আর এরপরই পুলিশের বেশে ধরা দিলেন জিৎ। রাজনীতিবিদ সেজে মঞ্চে উঠে হাত নাড়ালেন প্রসেনজিৎ। প্রসেনজিৎ, জিৎ, পরমব্রত ছাড়াও এ সিরিজে দেখা যাবে চিত্রঙ্গদা সিং, ঋত্বিক ভৌমিক, আদিল জাফর খানকে। এখানেই শেষ নয়। সিরিজের আরও এক চমক মিঠুন চক্রবর্তীর ছেলে মিমো চক্রবর্তী।
নীরজ পান্ডে নিবেদিত এই ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন দেবব্রত মণ্ডল ও তুষারকান্তি রায়। টিজারেই স্পষ্ট কলকাতার রাজনীতি, আর গ্যাংস্টার রাজত্বের কথা উঠে আসবে এই সিরিজে। আগামী মার্চে মুক্তি পাবে এই ওয়েব সিরিজটি।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More