প্রতি ঈদে টিভি চ্যানেলগুলো চেষ্টা করে বিনোদনের পসরা সাজিয়ে দর্শকদের ধরে রাখতে। সব চ্যানেলেরই ঈদের প্রস্তুতি শুরু হয়ে যায় একমাস আগে থেকেই। নির্মাতা-কলাকুশলী আর অভিনেতা-অভিনেত্রীদের উঠেছে মধ্যে সাজ সাজ রব। এবারের ঈদ-উল-আজহাতেও তার ব্যতিক্রম হয়নি। তবে ঈদ অনুষ্ঠানটি আরও আনন্দ দেই যখন গান গেয়ে শোনান নিজ জেলার কেউ। এবার ঈদে এমনই আনন্দ পেতে চলেছেন চুয়াডাঙ্গা জেলার বাসিন্দারা। কারণ এবার এটিএন বাংলার ঈদ আয়োজনের আজ ঈদের ষষ্ঠ দিন রাত ১১টায় একক সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করবেন এ জেলার মেয়ে লায়ন ইসরাত।
চুয়াডাঙ্গা আলমডাঙ্গার মেয়ে ইসরাত জাহান লিটা বর্তমান সময়ের বহুল আলোচিত সাংবাদিক, মডেল অভিনেত্রী এবার তার একক মৌলিক গানের মিউজিক ভিডিওতে ঝড় তুলেছেন। “তুই খুব ভালোরে পোলা” গানটির মাধ্যমে, গানটির কথা ও সুর দিয়েছেন মো. মাসুম, মিউজ অরন্য আকন গানটি তে মডেল হয়েছেন এসময়ের জনপ্রিয় মডেল অনিক ও তামান্না, গানটি ১ জুলাই সোমবার সিডি চয়েজ মিউজিক এর নিজস্ব ইউটিউব চ্যানেলে এক যোগে প্রকাশ করা হবে বলে জানিয়ছেন নির্মাতা প্রতিষ্ঠান। ইসরাত জাহান লিটা চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শিয়ালমারী গ্রামের মাসুদ পারভেজের মেয়ে।