অভিনেত্রী সোহানা সাবা আটক

স্টাফ রিপোর্টার: ঢাকার ধানমন্ডি এলাকা থেকে অভিনেত্রী ও মডেল সোহানা সাবাকে ‘জিজ্ঞাসাবাদের জন্য’ হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বৃহস্পতিবার রাতে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়ার বিষয়টি এক বার্তায় জানিয়েছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তবে সুনির্দিষ্ট কোন অভিযোগে তাকে আটক করা হয়েছে তা বলেননি তিনি। এদিন রাত ৮টার দিকে ধানমন্ডি থেকেই অভিনেত্রী, সংগীত শিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তারের তথ্য দেয় ডিবি। এর কয়েক ঘণ্টার মধ্যেই সোহানা সাবাকে হেফাজতে নেওয়ার কথা জানানো হল। অভিনেত্রী সোহানা সাবা তার ক্যারিয়ার শুরু করেন নাচের মাধ্যমে। বর্তমানে তিনি একজন অভিনয় শিল্পী হিসাবে সবার কাছে পরিচিত। গত বছর জুলাইয়ে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের ‘দমন-পীড়নের পক্ষে’ অবস্থান নিয়ে আলোচনায় আসেন সাবা। আন্দোলন চলাকালীন সময়ে সোহানা সাবাসহ শিল্পীদের একাংশ হোয়াটসঅ্যাপে ‘আলো আসবেই’ নামের একটি গ্রুপে আন্দোলনের বিরুদ্ধে সক্রিয় ছিলেন বলে অভিযোগ উঠে। আন্দোলনে সরকার পতনের মাসখানের পর ৩ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ সংশ্লিষ্ট বার্তার কিছু স্ক্রিনশট ছড়িয়ে পড়লে ব্যপক সমালোচনার মুখোমুখি হন এই অভিনেত্রী। বুধবার ধানমন্ডিতে ৩২ নম্বর ভবন ভাঙার পরদিন বৃহস্পতিবার দেশজুড়ে শেখ মুজিবের ভাস্কর্য ভাঙচুর ও আওয়ামী লীগের নেতাদের বাড়িঘরে ভাঙচুর-আগুন দেওয়ার ঘটনার মধ্যে শাওন ও সাবাকে আটকের তথ্য দিল ডিবি।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More