কুষ্টিয়া প্রতিনিধি: না ফেরার দেশে চলে গেলেন মহান মুক্তিযোদ্ধাকালীন প্রথম পত্রিকা ‘স্বাধীন বাংলা’র সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক এবং বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউল বারী চৌধুরী। গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় কুষ্টিয়াস্থ তার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন ( ইন্না,,, রাজেউন)। মৃত্যুকালে গুণী এ সাংবাদিকের বয়স হয়েছিলো ৮৩ বছর। মৃত্যুকালে স্ত্রী দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আন্দোলনের বাজার পত্রিকার সম্পাদক মঞ্জুর এহেসান চৌধূরী মিঠুর পিতা তিনি।
পারিবারিক সূত্রে জানা যায়, সাংবাদিক ওয়ালিউল বারী চৌধুরী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। গতকাল শনিবার সকালে তার শারিরীক অবস্থার অবনতি হয়। পরে সন্ধ্যায় নিজ বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রোববার ( ২৬ জুলাই) সকাল ১০টায় সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউল বারী চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। বেলা ১১টায় জানাজা শেষে কুষ্টিয়া পৌর গোরস্থানে তাকে দাফন করা হয়। কর্মজীবনে গুণী এ সাংবাদিক বিভিন্ন পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওয়ালিউল বারী চৌধুরীর সম্পাদনায় ১৯৭১ সালের ১৫ এপ্রিল নদীয়া জেলার রানাঘাট থেকে ‘স্বাধীন বাংলা’ নামে মুক্তিযুদ্ধকালীন প্রথম পাক্ষিক পত্রিকা বের করেছিলেন। এর আগে ১৯৬৪ সালে ‘সাপ্তাহিক মশাল’ নামে আরেকটি মাসিক পত্রিকার প্রকাশক ও সম্পাদক ছিলেন। ওয়ালিউর বারী চৌধুরীরর মৃত্যুতে দৈনিক মাথাভাঙ্গা সম্পাদক সরদার আল আমিন গভির শোক প্রকাশ করে শোক সন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।