দামুড়হুদা ও দর্শনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান : ২৬ ব্যবসা প্রতিষ্ঠানে ২৪ হাজার জরিমানা
দর্শনা অফিস: দামুড়হুদা ও দর্শনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। সরকারের নির্দেশনা অমান্য করার অপরাধে ২৬টি ব্যবসা প্রতিষ্ঠানে ২৪ হাজার ১২০ টাকা জরিমানা আদায় করা হয়। গতকাল বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়েছে দামুড়হুদা বাজার, বাসস্ট্যান্ড, দর্শনা বাজার ও বাসস্ট্যান্ড এলাকায়। চুয়াডাঙ্গা এনডিসি সিব্বির আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেড হাবিবুর রহমান ও ফিরোজ হোসেনের সমন্বয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত সরকারের নির্দেশনাবলি অমান্যকারী ব্যবসা প্রতিষ্ঠান, নিরাপদ দুরত্ব বজায় না ও স্বাস্থ্যবিধিসহ মাস্ক বিহীন পথচারীদের বিভিন্ন অংকে অর্থদ-ে দ-িত করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারকরা জানান, দেশের চলমান করোনা পরিস্থিতিতে সরকারের নির্দেশ মোতাবেক বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে সপিংমল, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দোকানপাট খোলা রাখা যাবে সন্ধ্যা ৬টা ও খাবার হোটেল খোলা থাকবে রাত ৮টা পর্যন্ত। সরকারের এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।।