মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জে কৃষ্ণপুর গোয়ালবাড়ি সড়কে ডাকাতির ঘটনায় রহস্য উন্মোচন করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। মাদারহুদা সড়কের ডাকাতির ঘটনায় দুইজনকে আটক করে আদালতে সোপর্দ করা করে পুলিশ। কৃষ্টপুর গোয়ালবাড়ি সড়কে ডাকাতির ঘটনায় দুইজনকে সোন অ্যারেস্ট দেখিয়ে রিমান্ডের আবেদন জানানো হয়।
জানা গেছে, আলমডাঙ্গার মুন্সিগঞ্জের কৃষ্ণপুর গোয়ালবাড়ি সড়কের গরু ব্যবসায়ীদের নিকট নগদ টাকা ডাকাতি ও কুপিয়ে জখমের ঘটনার অবশ্য উন্মোচন করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। আলমডাঙ্গার মাদারহুদা সড়কের ডাকাতির ঘটনায় মুন্সিগঞ্জের খলিলের ছেলে রতন (২২) ও একই গ্রামের মতিয়ারের ছেলে রুহুল আমিন (২৩) কে আটক করে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করে পুলিশ। পরবর্তীতে কৃষ্ণপুর গোয়ালবাড়ি সড়কে ডাকাতির ঘটনায় দুইজনকে শোন অ্যারেস্ট অ্যারেস্ট করে রিমান্ডের আবেদন জানানো হয়। বিজ্ঞ আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন। গত বৃহস্পতিবার তাদের জিজ্ঞাসাবাদ শেষে পরদিন আদালতে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান দৈনিক মাথাভাঙ্গা কে বলেন, রিমান্ডে আসামির চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়েছে।