আলমডাঙ্গা আঞ্চলিক মোটর মালিক সমিতির সাথে মতবিনিময়সভায় বক্তারা
আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা আঞ্চলিক মোটর মালিক সমিতির সাথে জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন আলমডাঙ্গা শাখা শ্রমিক ইউনিয়নের জরুরি মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় পৌর বাস টার্মিনালের মোটর মালিক সমিতির অফিসে জরুরি মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সভায় আঞ্চলিক মোটর মালিক সমিতির সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ মীর মহিউদ্দিনের সভাপতিত্বে ও সম্পাদক সেকেন্দার আলীর উপস্থাপনায় বক্তব্য রাখেন মোটর মালিক সমিতির সহ-সভাপতি হাজি আব্দুল হামিদ মল্লিক, মইনুল হক, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক সাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোফাখাইরুল পিন্টু, কোষাধ্যক্ষ রোকনুজ্জামান সেন্টু, বাস ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের আলমডাঙ্গা শাখার সভাপতি রিয়াজ উদ্দিন, সম্পাদক আলাউদ্দিন, ক্যাশিয়ার ও ট্রাক মালিক সাহাবুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, বাস মালিক উজ্জ¦লসহ আঞ্চলিক মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তরা বলেন, শ্রমিক ছাড়া যেমন মালিকরা চলতে পারে না, তেমনই মালিক ছাড়া একজন শ্রমিক চলতে পারে না। সেজন্য প্রত্যেক মালিক ও শ্রমিকের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে হবে। শ্রমিকের বিপদ-আপদে মালিকদের এগিয়ে আসতে হবে। বক্তারা আরও বলেন, আলমডাঙ্গা পৌর বাস টার্মিনালে কিছু অসাধু ব্যক্তি প্রবেশ করার পাঁয়তারা করছে। তাদের প্রবেশ কোনোভাবে মেনে নেয়া যাবে না। টার্মিনালে আমাদের লাখ লাখ টাকার সম্পদ পড়ে থাকে। টার্মিনালে কোনো বহিরাগত প্রবেশ করতে চাইলে তাদের রুখে দিতে সবাই একসাথে কাজ করতে হবে। আলমডাঙ্গা পৌর টার্মিনালে কোনো রাজনৈতিক দলের প্রভাব মালিক ও শ্রমিকরা মেনে নেবে না।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ