১৬ মে দর্শনা চেকপোস্ট দিয়ে ভারত থেকে যাত্রী আসবে : কর্মকর্তারা দাপ্তরিক পত্র পাননি, ন্যুনতম প্রস্তুতি নেই
টানা একবছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আগামী ১৬ মে দর্শনা চেকপোস্ট খুলে দেওয়া হচ্ছে। ভারতে আটকে পড়া বাংলাদেশী নাগরিকদেরকে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। তবে, দর্শনা চেকপোস্টে আজ বৃহস্পতিবার পর্যন্ত কোন প্রকার প্রস্তুতি গ্রহণ করতে দেখা যায়নি।
সংশ্লিষ্টরা বলছেন, গণমাধ্যমের খবরে বিষয়টি অবগত হলেও দাপ্তরিকভাবে কিছুই জানতে পারেননি। এদিকে দর্শনা পৌর মেয়র ও দর্শনা বন্দর বাস্তবায়ন কমিটির আহবায়ক মতিয়ার রহমান জানান, ১৬ মে ভারত থেকে যেসব যাত্রী প্রবেশ করবেন, তাদের বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টিন করাতে হবে। আবুল কাশেম নামে এক কলেজ শিক্ষক দাবি করেন, চেকপোস্টের কাছাকাছি স্থানে কোয়ারেন্টিনের জায়গা নির্বাচন করতে হবে। কাউকে যেনো ছাড় দেওয়া না হয়।