স্টাফ রিপোর্টার: চাকরি হারাচ্ছেন দুই শতাধিক পুলিশ সদস্য। তাদের মধ্যে আছেন এক সময়ের দোর্দ- প্রতাপশালী পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশীদ। তালিকায় আছেন ডিএমপির প্রভাবশালী যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। যুগ্ম কমিশনার এসএম মেহেদী হাসান, সঞ্জিত কুমার রায়, সুদীপ কুমার চক্রবর্তী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রাজীব দাস, রওশানুল হক সৈকত, সহকারী পুলিশ কমিশনার মফিজুর রহমান পলাশ ও ইফতেখার মাহমুদসহ আরও অনেকেই আছেন এই তালিকায়। এদিকে গত ৫ জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের উচ্চ পর্যায়ের অর্ধশতাধিক কর্মকর্তাকে এরই মধ্যে বরখাস্ত ও বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে। তারা পুলিশ বিভাগে উচ্চাভিলাষী কর্মকর্তা বলে পরিচিত ছিলেন। পুলিশ সদর দপ্তর ও ডিএমপির সংশ্লিষ্ট বিষয়টি নিশ্চিত করেছে।
পূর্ববর্তী পোস্ট
আলমডাঙ্গা কুমারী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি নেতা মহাবুলকে দুর্বৃত্তরা কুপিয়েছে
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.