স্বর্ণের দাম কমল ভরিতে ১ হাজার ৭৪৯ টাকা

 

স্টাফ রিপোর্টার: প্রায় দেড় মাস পর স্বর্ণের দাম কিছুটা কমানোর ঘোষণা দিলো বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৭৪৯ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯৬ হাজার ৬৯৫ টাকা, যা এতদিন ৯৮ হাজার ৪৪৪ টাকা দরে বিক্রি হয়েছে। রোববার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আজ সোমবার থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বাজুসের ঘোষণা অনুযায়ী, সোমবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ ৯৬ হাজার ৬৯৫ টাকা দরে বিক্রি হবে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে ৯২ হাজার ৩২১ টাকা করা নির্ধারণ হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ১ হাজার ৪০০ টাকা। নতুন দাম ৭৯ হাজার ১৪০ টাকা। সনাতনি স্বর্ণের দাম প্রতি ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে ৬৫ হাজার ৯৬০ টাকা করা হয়েছে। স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের রুপা ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রুপা ১ হাজার ৪০০ টাকা এবং সনাতনি রুপা ১ হাজার ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এর আগে গত ১৫ এপ্রিল দাম বাড়িয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছিলো। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৮৩ টাকা বাড়িয়ে ৯৮ হাজার ৪৪৪ টাকা নির্ধারণ করা হয়। পরদিন থেকে এ দাম কার্যকর হয়। আজ রোববার পর্যন্ত দেশের বাজারে এ দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More