সাম্প্রদায়িকতা থেকে সরকার রাজনৈতিক ফায়দা নিচ্ছে: বিএনপি

 

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে ভাঙচুর, লুটপাট এবং হামলার তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নেতারা জানিয়েছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সাম্প্রদায়িক সমস্যা সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা নিচ্ছে এবং সাম্প্রদায়িকতার দায়ভার বিরোধী দলের ওপর চাপানোর অপচেষ্টা চালাচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার সব দায় অবশ্যই সরকারকে নিতে হবে। শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে ভার্চুয়াল বৈঠকে দলের নেতারা এ নিন্দা ও মন্তব্য করেন। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্থায়ী কমিটির এ বৈঠকের কথা জানানো হয়। এ সভায় অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু। সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়েছে, বৈঠকে নেতারা বলেছেন আওয়ামী যুবলীগ নেতার উস্কানি এবং নেতৃত্বে সুনামগঞ্জের নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর এ হামলার ঘটনা ঘটেছে। গণমাধ্যমে অত্যন্ত স্পষ্টভাবে এ সত্য উঠে এসেছে। নেতারা প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার আহ্বান জানানোর পাশাপাশি দায়িত্বশীল মন্ত্রীদের বিরোধী দলের ওপর দোষ চাপানো থেকে বিরত থাকার আহ্বান তুলে ধরেছেন। বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই চন্দ্র রায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আক্রান্ত গ্রাম পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছে। এতে আলোচকরা সন্তোষ প্রকাশ করেন। সভায় পবিত্র রমজান মাস সামনে রেখে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারসাজিতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং পণ্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে সরকারের প্রতি উদ্যোগ নেয়ার আহ্বান জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে সম্প্রতি কোভিড-১৯ ভাইরাসে সংক্রমণ ও আক্রান্ত ব্যক্তির মৃত্যু সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বলা হয়, সংক্রমণের হার যখন বেড়ে চলেছে তখন বর্ষ উদযাপন ও উৎসবের আয়োজন, বইমেলা চালু করা এবং জনগণের স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে সরকারি সংস্থাগুলোর উদ্যোগ নেয়ার ব্যর্থতায় পরিস্থিতি আশঙ্কাজনক হয়ে উঠেছে। সভায় কোভিড-১৯-এ আক্রান্ত দলীয় নেতাকর্মীদের সঠিক তালিকা প্রণয়ন এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বে এর আগে গঠিত টাস্কফোর্সকে সক্রিয় করার সিদ্ধান্ত নেয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে ১৭ মার্চ ২০২১ থেকে ২৭ মার্চ ২০২১ পর্যন্ত রাজনৈতিক ও সব সামাজিক সমাবেশ, সভা ও মিছিলের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে অচিরেই সংবাদ সম্মেলন করা হবে বলে উল্লেখ করা হয়। বৈঠকে সদ্যপ্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More