সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনের কথা বলেছি : ফখরুল

স্টাফ রিপোর্টার: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতিসংঘের মহাসচিবের সঙ্গে গোলটেবিল আলোচনায় তারা তাদের দলের পক্ষ থেকে নির্বাচনকেন্দ্রিক সংস্কারগুলো দ্রুত শেষ করে জাতীয় নির্বাচন দেয়ার কথা বলেছের। তবে, সংস্কারের বিষয়ে বিএনপির পক্ষ থেকে কোনো ট্রাইমফ্রেম বা সময়সীমার কথা সেখানে বলা হয়নি। গতকাল শনিবার রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সাতটি রাজনৈতিক দলের নেতা ও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের সঙ্গে গোলটেবিল আলোচনায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। জাতিসংঘের ঢাকা অফিস এই আলোচনার আয়োজন করে। সঙ্গে আলোচনা শেষে বের হয়ে বিএনপির মহাসচিব সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বিএনপিই সবার আগে সংস্কারের কথা বলেছে, তারা এটা জাতিসংঘের মহাসচিবকে জানিয়েছেন। তিনি বলেন, মূলত এখানে সংস্কারের যেসব বিষয় সম্পর্কে আলোচনা হচ্ছে, সেসব বিষয় সম্পর্কে জাতিসংঘের মহাসচিবকে জানানো হয়েছে। মির্জা ফখরুল বলেন, আমরা এতদিন যে কথা বলে আসছি, (জাতিসংঘের মহাসচিবকে) একই কথা বলেছি। সংস্কার তো অবশ্যই করতে হবে। সংস্কারের কথা তো আমরা আগে বলেছি। সেই সংস্কারটা অবশ্যই করতে হবে। কিন্তু, সেই সংস্কারটা যত দ্রুত করা যায়, আমরা বলেছি—নির্বাচনকেন্দ্রিক যেসব বিষয় আছে, সেগুলো করে ফেলা, দ্রুত নির্বাচন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলো করতে হবে। এটা (সংস্কার) চলমান প্রক্রিয়া। সেই বিষয়গুলো বলে এসেছি। জাতিসংঘের মহাসচিব কিছু বলেছেন কি-না, এমন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, তিনি কোনো কমেন্ট (মন্তব্য) করেননি। এ সময় মির্জা ফখরুল বলেন, গোলটেবিলটা…ঠিক বোঝেননি তিনি। নির্বাচনের সময়সীমা নিয়ে কোনো কথা হয়েছে কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, আমরা সংস্কার কমিশনের সঙ্গে কথা বলছি। তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। তারা যা চাচ্ছে, সব তাদের দিয়েছি। ইতিমধ্যে আমাদের সঙ্গে একটা বৈঠক হচ্ছে। সুতরাং, এই বৈঠকে এসব নিয়ে কথা বলার তো প্রশ্নেই ওঠে না। জাতিসংঘের মহাসচিবকে টাইমফ্রেম দিতে যাব কেন? মূলত এখানে সংস্কারের যে কমিশনগুলো করা হয়েছে, সে বিষয়গুলো জাতিসংঘ মহাসচিবকে অবহিত করা হয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল এ বিষয়ে অবহিত করেছেন। আমরা আমাদের বক্তব্যের মধ্যে যে কথাগুলো বলে আসছি, সেই একই কথাই বলেছি।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More