শ্রমিক-কর্মচারীদের পথে বসিয়ে কোনো মিল বন্ধ করতে দেয়া হবে না
সরকার রাষ্ট্রায়াত্ব চিনিকলসমূহ বন্ধের পরিকল্পনার প্রতিবাদে কেরুতে ফটকসভায় বক্তারা
দর্শনা অফিস: দেশের সচল ১৫টি চিনিকলের মধ্যে ১০ রাষ্ট্রায়াত্ব চিনি কারখানা বন্ধের পরিকল্পনা করছে সরকার। সরকারের এ পরিকল্পনা সফল যাতে না হয় সে লক্ষ্যে শ্রমিক-কর্মচারীরা মাঠে নেমেছে। শ্রমিক-কর্মচারীদের পথে বসিয়ে কোনো মিল বন্ধ না করার দাবিতে কেরুজ চিনিকলে অনুষ্ঠিত হয়েছে ফটকসভা। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে কেরুজ চিনিকলের ক্যান ক্যারিয়ার চত্বরে অনুষ্ঠিত ফটকসভায় কেরুজ শ্রমিক নেতারা বক্তব্যকালে বলেন, রাষ্ট্রায়ত্ব চিনিকল বন্ধ করা মানেই খেটে খাওয়া মেহনতি মানুষের পেটে লাথি মারার সামিল। এ সরকার গরীব-দুখি মেহনতি মানুষের সরকার। তাই আ.লীগ সরকারের শাসনামলে এ ধরণের পরিকল্পনা অত্যান্ত দুঃখজনক। দেশের ১০টি রাষ্ট্রায়ত্ব চিনিকল বন্ধ হলে পরিবার-পরিজন নিয়ে পথে বসবে হাজার হাজার শ্রমিক-কর্মচারী। বেকারত্ব জীবন মানেই অভিশপ্ত জীবন। তাই সরকারের এ পরিকল্পনা পরিবর্তনের দাবিতে গোটা দেশের চিনিকল শ্রমিকদের দাঁড়াতে হবে এক কাতারে। দাবি আদায় না করে মাঠ ছাড়া যাবে না। কেরুজ শ্রমিক-কর্মচারি ইউনিয়নের সভাপতি তৈয়ব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ফটকসভায় স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ চিনিকল ফেডারেশনের সভাপতি ও কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স, ইউনিয়নের সভাপতি প্রার্থী ফিরোজ আহমেদ সবুজ, সাবেক সহ-সভাপতি ফারুক আহমেদ। ইউনিয়নের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমানের উপস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুগ্ম-সম্পাদক খবির উদ্দিন, শ্রমিক নেতা ইসমাইল হোসেন, জুলফিকার হায়দার, হাফিজুল ইসলাম, হাজি আকরাম হোসেন, আবু সাঈদ প্রমুখ।