শেখ হাসিনা ভারতের কাছে আমাদেরকে দাসত্বের শেষ সীমায় পৌঁছে দিয়েছিলো : দুদু

স্টাফ রিপোর্টার: আন্দোলন এখনো শেষ হয়নি মন্তব্য করে বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, যতদিন পর্যন্ত না নির্বাচিত সরকারের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সক্ষম হব ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচা মেট্টো লাউঞ্জে জাতীয় নাগরিক ফোরামের (জিনাফ) উদ্যোগে বর্তমানে জনগণের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা এবং দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, জনগণের প্রত্যাশা ছিল আইন-শৃঙ্খলা যাতে ভালো থাকে। নির্বিঘেœ চলাফেরা করতে পারে। নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। শ্রমিকাঙ্গনে কাজের পরিবেশ ফিরিয়ে আনতে হবে। ঈদের উৎসব যাতে মানুষ পরিবার-পরিজন নিয়ে ঈদ উৎসব পালন করতে পারে তার নিরাপত্তা নিশ্চিতের জন্য সরকারের ব্যবস্থা গ্রহণ করতে হবে। অনেক কারখানা শ্রমিকদের বেতন বোনাস দিতে পারেনি বা দেয়নি সেক্ষেত্রে সরকারের যদি কিছু করার থাকে, তা করা উচিত যাতে শ্রমিকরাও তাদের পরিবার-পরিজন নিয়ে ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে। তিনি বলেন, কৃষকদেরকেও মনে রাখতে হবে। যারা ফসল উৎপাদন করে আমাদেরকে খাওয়ায়। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষি বিপ্লবের মাধ্যমে শেখ মুজিবুর রহমান যে দুর্ভিক্ষ সৃষ্টি করেছিল তা থেকে কাটিয়ে উঠেছিলেন। তিনি বলেন, আজকের দিনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ৭১ সালের ২৫ মার্চ ঘুমন্ত বাংলাদেশিদের ওপর বিচারবিহীন হত্যাকান্ড চালিয়েছিল, নির্বিচারে মানুষ হত্যা করেছিল। এই হত্যার মীমাংসা হিসাবে ২৬ মার্চ দিবাগত রাত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করেছিলেন। ৭১ সালের আজকের এই দিনে যারা শহীদ হয়েছিলেন তাদের আত্মার মাগফেরাত কামনা করি। ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, দাবি এমনি আদায় হয় না। এ সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনুযায়ী কবে, কোন দিন, কোন মাসে নির্বাচন হবে তা কিন্তু বলেনি। এ যেন একটি ভয়ংকর সময় অতিক্রম করছে। শেখ হাসিনা পর পর তিনটি নির্বাচনে জনগণকে ভোট দিতে দেয়নি। তার মত মিথ্যাবাদী জালিয়াতি দক্ষিণ এশিয়ার মধ্যে আর কেউ আছে কিনা আমার জানা নেই। তবে এই সরকারের ৮ মাস অতিবাহিত হলেও সেই নির্বাচনের কোন রোডম্যাপের ঘোষণা দেয়নি। শেখ মুজিবের সময়ও লুটপাট হয়েছে কিন্তু শেখ হাসিনার সময়ের মত এত লুটপাট হয়নি মন্তব্য করে তিনি বলেন, শেখ হাসিনার মত মিথ্যাবাদী জালিয়াতি পৃথিবীর কোথাও নেই। শেখ হাসিনা বাংলাদেশের গণহত্যাকারী, টাকা পাচারকারী। সে সমস্ত টাকা বিদেশে পাচার করেছে। ভারতের কাছে আমাদেরকে দাসত্বের শেষ সীমায় পৌঁছে দিয়েছিল শেখ হাসিনা। তিনি আর কয়েকটা দিন সময় পেলে হয়তো বাংলাদেশকে ভারতের কাছে দিয়ে দিতেন। সাবেক এই সংসদ সদস্য বলেন, আন্দোলন শেষ হয় নাই। যতদিন পর্যন্ত একটা নির্বাচিত সরকারের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সক্ষম না হব। ততদিন পর্যন্ত আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রয়োজনে রাস্তায় নামতে হবে। গত ১৭ বছরে এদেশের জনগণ যেভাবে শহীদ হয়েছে, গুম হয়েছে তার ওই ফলাফল হচ্ছে জুলাই আগস্টের আন্দোলন। ১৭ বছরের লড়াই হচ্ছে জুলাই আগস্টের আন্দোলন। এসময় তিনি বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া পথে চলতে হবে। আমাদের নেতা তারেক রহমান গত ১৭ বছর নিরলসভাবে কাজ করেছেন, জাতিকে ঐক্যবদ্ধ করেছে। তার নির্দেশনায় আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে কাজ করে যেতে হবে। জাতীয় নাগরিক ফোরামের সভাপতি লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে এ জামানের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টিও চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, কর্মজীবী দলের সাধারণ সম্পাদক আলতাব হোসেন সরদারসহ প্রমুখ নেতৃবৃন্দ।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More