স্টাফ রিপোর্টার: সরকার পতনের এক দফা দাবি জানিয়ে তা আদায়ে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপিসহ সমমনা বিরোধী জোটগুলো। এর ভিত্তিতে দুই দিনের পদযাত্রা কর্মসূচিও দেয়া হয়েছে। এক দফা ও নতুন কর্মসূচি ঘোষণা করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন দফা এক, শেখ হাসিনার পদত্যাগ। আওয়ামী লীগ সরকারকে পদত্যাগ করতে হবে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এরপরও আঙুলে ঘি না উঠে কীভাবে তা উঠাতে হয় দেশের মানুষ জানে। এ ঘোষণার পরই সরকারকে পদত্যাগ করতে হবে। সে জন্য প্রাথমিক কর্মসূচি দেয়া হয়েছে। সরকার দাবি না মানলে ফয়সালা রাজপথে হবে। বাংলাদেশের রাজনীতির ইতিহাস পরিষ্কার বলে দেয় যে দাবি না মানলে পরে পালাবার পথও খুঁজে পাওয়া যাবে না। বুধবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ আয়োজনে এক সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল। দলটির সমমনা ৩৬টি রাজনৈতিক যার যার অবস্থান থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিন্ন দাবি ও কর্মসূচি ঘোষণা করে। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ২টায় সমাবেশ শুরু হয়। সকাল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা আসতে থাকেন। দুপুর গড়াতেই একদিকে আরামবাগ মোড় অন্যদিকে কাকরাইল মসজিদ, অন্যদিকে ফকিরাপুল পানির ট্যাংকি, রাজারবাগ মোড়, বিজয়নগর মোড় পার হয়ে সেগুনবাগিচা রোড এবং শান্তিনগর বাজার পর্যন্ত ছিলেন নেতাকর্মীরা। কয়েক পসলা বৃষ্টিতেও সমাবেশের ছন্দপতন হয়নি। বিভিন্ন রংয়ের টুপি পরে ছিলেন নেতাকর্মীরা। সমাবেশে ১৮ থেকে ৩০ বছর বয়সি উলেস্নখযোগ্য সংখ্যক নেতাকর্মী দেখা গেছে। কলেজ ড্রেস পরা অনেক শিক্ষার্থী সমাবেশে অংশ নিয়েছেন। দলীয় কার্যালয়ের সামনে কয়েকটি ট্রাক একত্রিত করে অস্থায়ী মঞ্চ নির্মাণ করা হয়। লাগানো হয় শতাধিক মাইক। মঞ্চের চারপাশে ছিল সিসিটিভি-ক্যামেরা। নয়া পল্টনে বিএনপির সমাবেশের পাশাপাশি বিকালে রাজধানীর বিভিন্ন স্থান থেকে সভা-সমাবেশের মধ্য দিয়ে গণতন্ত্রমঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতান্ত্রিক বামঐক্য, সমমনা গণতান্ত্রিক পেশাজীবী জোট এবং এলডিপি, গণফোরাম-পিপলস পার্টি, লেবার পার্টি, গণঅধিকার পরিষদের দুই অংশ যুগপৎ আন্দোলনের এক দফার ঘোষণা দেয়। গণতন্ত্র মঞ্চ ও জাতীয়বাদী সমমনা দল রাষ্ট্র সংস্কারে ৩১ দফা ঘোষণা দেয়। বিএনপি আজ সকাল ১১টায় গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ৩১ দফার ঘোষণা দেবে বলে জানা গেছে। গত ১০ ডিসেম্বর ঢাকার গোপীবাগ মাঠে ঢাকার বিভাগীয় সমাবেশ থেকে ১০ দফা ঘোষণা করেছিলো বিএনপি। টানা ৭ মাস নানা কর্মসূচি পালনের পর সরকার পদত্যাগের এক দফার ঘোষণা দিলেন বিএনপি মহাসচিব। এক দফার ঘোষণায় মির্জা ফখরুল ইসলাম বলেন, ভোটাধিকার হরণকারী সরকারের পদত্যাগ, বিদ্যমান সংসদের বিলুপ্তি; নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন ও নির্বাচন কমিশন পুনর্গঠন করে তার অধীনে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা; বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, মিথ্যা-গায়েবি মামলা প্রত্যাহার, ফরমায়েশি সাজা বাতিল এবং সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে রাজপথে সক্রিয় বিরোধী রাজনৈতিক জোট ও দলের বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা ও সফল করার ঘোষণা প্রদান করছি।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ