শত্রুরাও এখন তারেক রহমানকে নেতা মনে করে : দুদু

স্টাফ রিপোর্টার: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ওয়ান ইলেভেনের সময় বা তার আগে মিডিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে মিথ্যা প্রচার করেছিল। কিন্তু তিনি যে দক্ষ, ত্যাগী, সত্যি কারের একজন নেতা গত ১৭ বছরে তিনি সেটা প্রমাণ করেছেন। এখন তার শত্রুরাও তাকে নেতা হিসেবে মনে করে। সোমবার রংপুরের শিমুলবাগ কমিউনিটি সেন্টারে বিএনপির রংপুর বিভাগীয় কর্মীসভায় তিনি এসব কথা বলেন। দুদু বলেন, রংপুরের এই কর্মী সভায় যে ধরনের যেভাবে আলোচনা হলো এর থেকে বোঝা যায় বিএনপি আসলেই একটি গণতান্ত্রিক দল। যেকোনো উপায়ে দেশকে রক্ষা করতে হবে। দেশকে রক্ষা করব ভবিষ্যতের জন্য, গণতন্ত্রের জন্য। আর দেশকে রক্ষা করতে হলে দলকে আমাদের রক্ষা করতে হবে বলেও জানান তিনি। বিএনপি কোন ঠুনকো দল না, যে কেউ চাইলেই বিলীন হয়ে যাবে মন্তব্য করে তিনি বলেন, শেখ হাসিনার একটাই দুঃখ ছিল। বিএনপির ওপর এত অত্যাচার নির্যাতন গুম হত্যার পরেও এই দলটাকে ছিন্নভিন্ন করা যাচ্ছে না। বিএনপি এত সহজে মরার দল না। কারণ এই দলের প্রতিষ্ঠাতা হচ্ছে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বিএনপি ধ্বংস হওয়ার দল না কারণ এই দলের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বিএনপি কখনো শেষ হবে না কারণ এই দলকে একেবারে পরিপূর্ণভাবে সংঘটিত করেছেন যিনি তিনি হলেন তারেক রহমান। সাবেক এই সংসদ সদস্য বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির নেতা কর্মীরা প্রমাণ করেছে এই দলটিকে থাকার দল, এই দল যুদ্ধ করার দল। এই দল সংগ্রাম করার দল, এই দল দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার দল। জুলাই আগস্ট আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের জন্য দোয়া করি এবং যারা আহত হয়েছে তাদেরকে সুচিকিৎসা দেয়ার দাবি জানাই। এই আন্দোলনে বিএনপি ব্যানার নেই নাই। কিন্তু ছাত্রদল, বিএনপি ও তার অঙ্গ সংগঠন এবং তারেক রহমান যদি সর্বাত্মক সংগঠক হিসেবে কাজ না করত তাহলে কি হতো? ২০০০ নিহতের কথা বলা হয়েছে এখানে ৪৫০ ছাত্রদল বিএনপির নেতাকর্মী। ছাত্রদল তো অন্যান্য দল কেউ বলেছে আপনাদের শহীদের তালিকা প্রকাশ করুন। কিন্তু তারা করে নাই ছাত্রদল করেছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপি এখনও ক্ষমতায় যায় নাই। বিএনপিকে ক্ষমতায় নিতে হবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। গত ১৭ বছর আমরা অত্যাচার নির্যাতনের মধ্যেও সহ্য করেছি। আর কয়েকটা মাস কি সহ্য করতে পারবো না? বিএনপিকে ক্ষমতায় নেয়ার জন্য আমাদের সংগ্রামটাকে সম্পূর্ণ করতে হবে। ছাত্রদলের সাবেক এই সভাপতি আরও বলেন, কোন খুনি, লুটেরা, ধ্বংসকারী, দখলকারী এরা বিএনপি করতে পারে না। এরা বিএনপির লোক হতে পারে না। এরা নিজের কাজটা করে। এরা নিজের স্বার্থে কাজ করে। এইজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। বিএনপি সহ আমাদের অঙ্গসংগঠন যেগুলো আছে সবাইকে দায়িত্ব নিতে হবে। অন্যায়ের বিরুদ্ধে খুন রাহাজানি দখলদারিত্বের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমার বন্ধু হোক আমার ভাই যে বিএনপির ক্ষতি করবে সে হলো বাটপার। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতোমধ্যে ঘোষণা করেছে যারা বিএনপির ক্ষতি করবে তাদেরকে বহিষ্কার করা হবে। যারা বিএনপির ক্ষতি করবে তারা আমাদের বন্ধু বা ভাই হতে পারে না। কৃষকদলের সাবেক এই আহ্বায়ক হলেন, বিএনপির এমন কোনো নেতাকর্মী নাই। গত ১৬-১৭ বছরে যাদের নামে মামলা হয় নাই। অত্যাচার শিকার হয় নাই। কারো কারো পরিবার ধ্বংস হয়ে গেছে। তাই আগামীতে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে গৌরবের সাথে। বদনামের সঙ্গে না। তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। বিএনপি একটি পরীক্ষিত দল। এই কারণেই নির্বাচন নিয়ে এত তালবাহানা। কেউ বলে স্থানীয় নির্বাচন আগে। কেউ বলে অন্য নির্বাচন। আরে ভাই নির্বাচন দিবেন আসল নির্বাচন দেন। জাতীয় সংসদ নির্বাচন দেন। তিনি বলেন, কেউ যদি বলে তারেক রহমান কখনো আমাকে পাঠিয়েছে তাহলে সেটা ব্যবসা। গত ১৬-১৭ বছর ধরে যে আন্দোলন করেছে সংগ্রাম করেছে আমাদের নেতা তারেক রহমান তাকে চিনেন। বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে কর্মীসভায় আরও উপস্থিত ছিলেন- বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির, গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, অধ্যাপক আমিনুল ইসলামসহ বিভাগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More