রাজবাড়ী ৪২ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব : আটক ২
রাজবাড়ীতে ট্রাকভর্তি গাঁজা উদ্ধার করেছে র্যাবের সদস্যরা। মঙ্গলবার সকালে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় দৌলতদিয়া-খুলনা মহাসড়ক থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়। এসময় দুইজনকে আটক করা হয়।
আটককৃকরা হলেন- ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার মৃত খলিলুর রহমানের ছেলে মিজানুর রহমান পলাশ ও ভাংগা উপজেলার হাজারহাট গ্রামের মৃত দলিল উদ্দিন খরাদির ছেলে জালাল খরাদি। উদ্ধারকৃত গাঁজার পরিমাণ সাড়ে ৪২ কেজি।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. খোরশেদ আলম জানান, একটি ট্রাকে করে বিপুল পরিমাণ গাঁজা পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ মোড় এলাকায় চেক পোস্ট বসানো হয়। এরপর ট্রাকটি আটক করে তল্লাশি চালালে সাড়ে ৪২ কেজি গাঁজা পাওয়া যায়। তিনি আরও জানান, বিশেষ কায়দায় প্যাকেট করে এসব গাঁজা ট্রাকে করে পাচার করা হচ্ছিল। গাঁজা পাচারের দায়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছে থাকা মাদক বিক্রির ১৫ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে। র্যাবের এই কর্মকর্তা জানান, ট্রাকটি জব্দ করে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মাদক আইনে একটি মামলা হয়েছে। ট্রাকটি কুষ্টিয়া থেকে ফরিদপুর যাচ্ছিল বলেও জানান তিনি।