স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির আসল উদ্দেশ্য হলো খালেদা জিয়াকে অসুস্থ বানিয়ে রাখা, অসুস্থ দেখানো। রাজনৈতিক ফায়দার জন্য এ কাজ করছে তারা। গতকাল রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। হাছান মাহমুদ বলেন, ‘খালেদা জিয়া আসলে সুস্থ আছেন। কিছুদিন আগেও বিএনপি নেতারা বলছিলেন, খালেদা জিয়াকে বিদেশ না নিলে তার জীবন শঙ্কা আছে। অথচ এর পরপরই আমরা দেখলাম, তিনি চিকিৎসা নিয়ে বাসায় ফিরে বললেন খুব ভালো আছেন।’ বিরোধী দলের আন্দোলন বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপিকেই সিদ্ধান্ত নিতে হবে, তারা লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহৃত হবে, নাকি রাজনৈতিক দল হিসেবে টিকে থাকবে! আমি মনে করি, ক্রমাগত নির্বাচনবিমুখ থাকলে কোনো দলই গণমানুষের থাকে না; কর্মীনির্ভর স্বার্থ রক্ষার সংগঠন হয়ে যায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান চান, বিএনপিকে লাঠিয়াল বাহিনী হিসেবে রাখতে। এ জন্য নির্বাচনে অংশ নিতে দেন না।’ তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সবসময় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে এবং জনগণের রায়ে বিশ্বাস করে। বিএনপি নির্বাচনে বিশ্বাস করে না।’ এর আগে সচিবালয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) কার্যনির্বাহী কমিটির সদস্যরা। তারা বিএফডিসিতে বাচসাসের জন্য একটি কক্ষ বরাদ্দ, বিদেশ সফরে প্রতিনিধি অন্তর্ভুক্তসহ কিছু দাবি জানান। মন্ত্রী দাবিগুলো যাচাই ও বিবেচনার আশ্বাস দেন। এ সময় বাচসাস সভাপতি রাজু আলীম, সাধারণ সম্পাদক রিমন মাহফুজ, সহসভাপতি অঞ্জন রহমান ও রাশেদ রাইন, সহ সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, অর্থ সম্পাদক সাহাবুদ্দিন মজুমদার, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম মিলন, সমাজকল্যাণ ও মহিলা সম্পাদক আনজুমান আরা শিল্পী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হুরায়রা মুরাদ, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা মাঈনুল হক ভূঁইয়া, আনিসুল হক রাশেদ, রুহুল সাখাওয়াত প্রমুখ উপস্থিত ছিলেন।