তিতুদহ প্রতিনিধি: যশোর জেলার চৌগাছা থানার অপহরণ ও চাঁদাবাজি মামলায় চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের তেঘরী গ্রামের রশিদ হোসেন (৪৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল চৌগাছা থানা ও স্থানীয় তিতুদহ ক্যাম্প পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। যশোর চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিফাত খান রাজিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাত ১০ টার দিকে যশোর চৌগাছা থানার (ওসি তদন্ত) এনামুল হোসেন ও স্থানীয় তিতুদহ ক্যাম্পের ইনচার্জ আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তা নিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানার অন্তর্গত তিতুদহ ইউনিয়নের তেঘরী গ্রামের সিরাজুল ইসলামের পূত্র রশিদ হোসেনকে (৪৫) গ্রেফতার করে। তার বিরুদ্ধে চৌগাছা থানায় মামলা রয়েছে। গতকাল দর্শনা থানায় আইনী প্রক্রিয়া শেষে আসামিকে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়।