স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের তারাকান্দায় বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এক পরিবারের ছয়জনসহ সাতজন এবং ত্রিশালে কৃষক লীগ নেতা নিহত হয়েছেন। এছাড়া বান্দরবানে ট্রাকচাপায় শিশুসহ ৩জন, খুলনায় ব্যবসায়ী, বরিশালের বাকেরগঞ্জে শ্বশুর, শরীয়তপুর ও হবিগঞ্জের মাধবপুরে দুজন, নোয়াখালীর কোম্পানীগঞ্জে গৃহবধূ, রাজবাড়িতে প্রবাসী, ঢাকার দোহারে পথচারী, চট্টগ্রামের মীরসরাইয়ে কলেজছাত্রী, গাজীপুরে বাইসাইকেল চালক, পাবনার ঈশ্বরদীতে দুই শ্রমিক, ইটবোঝাই ট্রাকের চাপায় যুবক ও কুড়িগ্রামের কুরিয়ারের গাড়ির ধাক্কায় যুবক নিহত হয়েছেন।
ময়মনসিংহ প্রতিনিধি জানিয়েছেন, ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গাছতলায় রোববার বেলা ১টার দিকে বাস ও সিএনজি অটোরিকশার মধ্যে সংঘর্ষে এক পরিবারের ছয়জনসহ অটোরিকশার সাত যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছে। দুর্ঘটনার পর ওই সড়কে প্রায় দু’ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিলো। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতদের ৬জনই এক পরিবারের সদস্য। নিহতরা হলেন নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের ফেচুয়ালেঞ্জি গ্রামের মৃত হামিদ আলীর ছেলে মাওলানা ফারুক আহমেদ (৪২), তার স্ত্রী মাসুমা খাতুন (৩৫) ও নবজাতক মেয়ে শিশু, ফারুকের বড় ভাই নিজাম উদ্দিন (৫০), ছোট বোন জুলেখা খাতুন (৩০), চাচাতো ভাইয়ের স্ত্রী জ্যোৎস্না বেগম (৩০) এবং সিএনজিচালক সদর উপজেলা চরলক্ষ্মীপুর গ্রামের রকিবুল (৩০)। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নবজাতকটিকে সঙ্গে নিয়ে নেত্রকোনার পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের ফেচুয়ালেঞ্জি গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন তারা। ট্রাক অটোরিকশাটিকে টেনেহিঁচড়ে কমপক্ষে দু’শ গজ দূরে নিয়ে যায়। এতে ঘটনাস্থলে সাত যাত্রী মারা যায়।
অপরদিকে, ত্রিশালে মোটরসাইকেলের ধাক্কায় নিহত উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদকের নাম শেখ ছফির উদ্দিন। মোটরসাইকেলে রোববার দুপুরে তিনি বালিপাড়া যাওয়ার পথে পেছন থেকে আরেকটি মোটরসাইকেল ধাক্কা দেয়।
বান্দরবান প্রতিনিধি জানিয়েছেন, বান্দরবানে মালবোঝাই ট্রাকচাপায় শিশুসহ ৩জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় ট্রাকের চালকসহ আরও ২জন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় বান্দরবান কেরানীহাট সড়কের আমতলীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন নাজমা বেগম (৫৪), লাবন্য (৪) ও মুনতাহা (১১)। পুলিশ ও স্থানীয়রা জানায়, বান্দরবান কেরানীহাট সড়কের আমতলীপাড়া এলাকায় মালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন এবং গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় শিশুসহ আরও ২ জনের। এ ঘটনায় চালকসহ আরও ২জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ট্রাকচালক লিয়াকতের নাম জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।
খুলনা প্রতিনিধি জানিয়েছেন, ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত বালু ব্যবসায়ী বিলাল শিকদার (২৮) ঝিনাইদহ সদর উপজেলার জিতড় গ্রামের আব্দুর রহমান শিকদারের ছেলে। খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বালিয়াখালী ব্রিজের পশ্চিম প্রান্তে রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।
ঈশ্বরদী প্রতিনিধি জানিয়েছেন, ঈশ্বরদীতে রোববার সকালে নসিমন উল্টে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ২ শ্রমিক নিহত হয়েছেন। তারা হলেন- ভেড়ামারা উপজেলার চরদামুকদিয়া এলাকার মৃত ইব্রাহিমের ছেলে আব্দুল খালেক (৩৩) ও ভেড়ামারা উপজেলার মসলেমপুর পশ্চিম বাহিরচর এলাকার আজগর আলীর ছেলে আনিছুর রহমান (৪৪)। তারা ম্যাক্স কোম্পানির শ্রমিক।
শরীয়তপুর প্রতিনিধি জানিয়েছেন, শরীয়তপুর-মাদারীপুর মহাসড়কের চিতলিয়া ইউনিয়নের কাশেম বাজারে ট্রাকচাপায় নিহত শওকত সিকদার (২৪) সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের উত্তর ভাসানচর এলাকার কুদ্দুস সিকদারের ছেলে।
নোয়াখালী প্রতিনিধি জানিয়েছেন, কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে মোটরসাইকেল চাপায় নিহত গৃহবধূ ফিরোজা খাতুন (৫৫) শাহজাদপুর গ্রামের বাদশা মিয়া প-িত বাড়ির তোফাজ্জেল হকের স্ত্রী। কবিরহাট-বসুরহাট সড়কের লোহারপুলে শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ী প্রতিনিধি জানিয়েছেন, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ট্রাকচাপায় নিহত প্রবাসী মো. বাবুল বিশ্বাস (২৮) পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বিলজালিয়া গ্রামের লতিফ বিশ্বাসের ছেলে। সদর উপজেলার দাদশী ইউনিয়নের গোপিনাথদিয়ায় শনিবার রাত সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকার দোহার ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় নিহত পথচারী মো. জাহাঙ্গীর আলম (৫৫) উপজেলার লটাখোলা গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত আমির উদ্দিনের ছোট ছেলে। উপজেলার লটাখোলা উচ্চবিদ্যালয়ের পাশের রাস্তা পার হওয়ার সময় রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম প্রতিনিধি জানিয়েছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার বড়দারোগারহাট বাজারে ট্রাকের ধাক্কায় নিহত কলেজছাত্রী শারমিন আক্তার রিয়া (২০) মহালংকা গ্রামের জসিম উদ্দিন মোল্লার মেয়ে। প্রতিদিনের মতো রোববার সকালে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনায় পড়েন।
গাজীপুর প্রতিনিধি জানিয়েছেন, গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার নাওজোর এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত বাইসাইকেল চালক ও পোশাক শ্রমিক আবুল হাসেম (২২) শেরপুরের ঝিনাইগাতী উপজেলার আয়নাপুর কাংশা গ্রামের আবদুল করিমের ছেলে। তিনি নগরীর নাওজোর পূর্ব উত্তরপাড়া এলাকার জনৈক খালেকুজ্জামানের বাসায় ভাড়া থাকতেন।
বরিশাল প্রতিনিধি জানিয়েছেন, জামাতার বাড়ি বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে মাহেন্দ্র উল্টে নিহত খলিলুর রহমান (৫০) পটুয়াখালী জেলার লাউকাঠি ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মৃত কদম আলী হাওলাদারের ছেলে। বাকেরগঞ্জ-পটুয়াখালী সড়কের লক্ষ্মীপাশা বাজার এলাকায় রোববার এ দুর্ঘটনা ঘটে।
হবিগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, ঢাকা-সিলেট মহাসড়ের মাধবপুর উপজেলার বাঘশাইলে রোববার সন্ধ্যায় গাড়ির ধাক্কায় নিহত ব্যক্তির পরিচয় মেলেনি। স্থানীয়দের ধারণা তিনি মানসিক রোগী।
কিশোরগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীর বেলাব এলাকায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে চার জন নিহত ও একজন আহতের ঘটনায় পুলিশ মামলা করেছে। ভৈরব হাইওয়ে থানার পুলিশের এসআই দেলুয়ার হোসেন শনিবার রাতে বাসচালককে আসামি করে মামলাটি করেন।
পটুয়াখালী প্রতিনিধি জানিয়েছেন, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে ফেরার পথে দশমিনায় বোরাক অটো গাড়ি উল্টে ছাত্রদল নেতাসহ ৫ জন গুরুতর আহত হয়। উপজেলার আলীপুরা ইউনিয়নের পূর্ব আলীপুরার তুলাতলায় রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।
রংপুর প্রতিনিধি জানিয়েছেন, ইটবোঝাই ট্রাকের চাপায় রাকিবুল ইসলাম রাকিব (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বিকালে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার জায়গীর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাকিবুল উপজেলার লতিবপুর ইউনিয়নের জানকিনাথপুর গ্রামের হামিদুল ইসলামের ছেলে।
কুড়িগ্রাম প্রতিনিধি জানিয়েছেন, কুড়িগ্রামের নাগেশ্বরীতে সড়ক দুর্ঘটনায় ফিরোজ মাহমুদ সোহেল (২৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল উপজেলার রামখানা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শিয়ালকান্দা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। গতকাল রোববার সকালে রামখানা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ