মেহেরপুর জেলা প্রশাসককে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা : কর্মময় স্মৃতিগুলো গেথে থাকবে মানুষের মনে
গাংনী প্রতিনিধি: মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনিকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে গাংনী উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন। গতকাল সোমবার বিকেলে ইউএনও সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ সংবর্ধনা দেয়া হয়। এসময় আতাউল গনির কর্মময় সময়ে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। জেলা প্রশাসক আতাউল গনির ভূয়সী প্রশংসা করে অনুষ্ঠানের আয়োজক গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক বলেন, তিনি সব মানুষের মোবাইল রিসিভ করতেন এবং সবার কথা শুনতেন। মিষ্টভাষী এ মানুষটি প্রতিকুল পরিবেশের মধ্যেও জেলার নানা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার কর্মময় জীবনের স্মৃতিগুলো মেহেরপুর জেলার মানুষের মনে অনেক দিন গেথে থাকবে বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।
বিদায়ী জেলা প্রশাসক বলেন, মেহেরপুরে উপজেলা নির্বাচন ও কোভিড পরিস্থিতি নিয়ে আমার উপর অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করেছি। তবে দায়িত্ব পালনের ক্ষেত্রে আমাদের অনেকগুলো সীমাবদ্ধতা আছে। যার ফলে সেগুলো সব সময় আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তবে এমন একটি সময় আসবে যখন জেলা প্রশাসকরা কি করছেন ও কেন করছেন তা সকল মানুষ জানতে পারবেন। মুক্তিযুদ্ধের উদয় ভূমি মেহেরপুর জেলায় চাকরি করতে পেরে তিনি অনেক বেশি গর্বিত বলে আবেগঘন প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরএম শাহীন শাহনেওয়াজ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী, উপজেলা কৃষি অফিসার কেএম শাহাবুদ্দিন আহম্মেদ, গাংনী থানার ওসি ওবাইদুর রহমান, বিশিষ্ঠ সংগঠক সিরাজুল ইসলাম, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদ, সাংবাদিক মাজেদুল হক মানিক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।