মেহেরপুর অফিস: মেহেরপুরের গাংনীতে ১০ বোতল ফেনসিডিলসহ জুয়েল রানা (২৩) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশ। জুয়েল রানা গাংনী উপজেলার কাজিপুর গ্রামের জিন্নাত আলীর ছেলে।
মেহেরপুর ডিবি অফিস সূত্রে জানা গেছে, পুলিশ সুপার এস এম মুরাদ আলির নির্দেশনা অনুযায়ী রোববার দিবাগত রাতে এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে ডিবির একটি টিম কাজিপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে জুয়েল রানাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। আটকের পর জিজ্ঞাসাবাদে তার নিকট থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে। গতকাল সোমবার দুপুরে জুয়েল রানাকে আদালতে সোপর্দ করা হয়।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ