মেহেরপুর অফিস: মেহেরপুরের ময়ামারী গ্রামে পানিতে ডুবে রনি (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তারই যমজ ভাই জনিকে জীবিত উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রনি ও জনি ময়ামারি গ্রামের মুনসাদ আলীর ছেলে।
নিহত রনির চাচাতো ভাই এনামুল জানান, গতকাল বুধবার সন্ধ্যার কিছুক্ষণ আগে যমজ ভাই রনি ও জনি বাড়ির সামনের একটি পুকুর পাড়ে খেলা করছিলো। এসময় রনি পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করার জন্য যমজ ভাই জনি পানিতে ঝাঁপ দেয়। এমন অবস্থায় জনিও পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা রনিকে মৃত অবস্থায় ও তার যমজ ভাই জনিকে জীবিত অবস্থায় উদ্ধার করেন। জীবিত উদ্ধার হওয়া জনিকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ