স্টাফ রিপোর্টার: দেশে করোনাভাইরাস সংক্রমণের ৭ মাস ২৭ দিনের মাথায় মৃতের সংখ্যা ছাড়িয়ে গেলো ৬ হাজার। গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছেন ২১ জন। এ নিয়ে ভাইরাসটির কারণে দেশে এখন পর্যন্ত প্রাণ হারালেন ৬ হাজার ৪ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৫১৭ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৪ লাখ ১৪ হাজার ১৬৪ জন। গতকাল স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে করোনাভাইরাস সংক্রমণের সবশেষ তথ্য তুলে ধরা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯১৪টি নমুনা পরীক্ষায় ১০ দশমিক ৯০ শতাংশ মানুষের দেহে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৯১০ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৩ লাখ ৩১ হাজার ৬৯৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক শূন্য ৯ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১ জনের মধ্যে ১৭ জন ছিলেন পুরুষ ও চারজন নারী। সবারই মৃত্যু হয়েছে হাসপাতালে। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ১৪ জন ছিলেন ষাটোর্ধ্ব, দুজন পঞ্চাশোর্ধ্ব, চারজন চল্লিশোর্ধ্ব ও একজনের বয়স ছিলো ২১ থেকে ৩০ বছরের মধ্যে। এর মধ্যে ১২ জন ঢাকা, পাঁচজন চট্টগ্রাম এবং একজন করে খুলনা, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন। দেশে কভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালগুলোর ১১ হাজার ৬০৮টি সাধারণ শয্যার মধ্যে ৯ হাজার ২২৯টি শয্যা গতকাল খালি ছিলো। এ ছাড়া ৫৬৪টি আইসিইউর মধ্যে খালি ছিলো ৩০১টি। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয় ও ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ