জাতির জনকের স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
মেহেরপুর অফিস: ‘জাতির জনকের দুইটি স্বপ্ন ছিলো। একটি হলো এই জাতিকে স্বাধীন সার্বভৌম দেশ দেয়া। আরেকটি এ জাতি হবে বিশে^র উন্নত জাতি। বঙ্গবন্ধুর অবর্তমানে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। যার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। দেশ আজ উন্নয়নের রোল মডেল। গতকাল শনিবার রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ‘মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা’ বিষয়ক আলোচনাসভার প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরও বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ মানব, মুক্তিযুদ্ধের মহানয়ক, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম অনুসারের মুজিবনগর। যার সমৃদ্ধ ইতিহাস আছে। সেই পবিত্র জায়গায় বাংলাদেশের প্রথম সরকার এখানে শপথ গ্রহণ করেন। মুজিবনগর বাংলাদেশের প্রথম রাজধানী। এই জায়গার ইতিহাস আমরা আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে পারি। আমরা আমাদের নতুন প্রজন্মকে গড়তে চাই। যে মহান মানুষটি নয় মাসের যুদ্ধের নেতৃত্বে দেন। ত্রিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে ও ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে; অনেকে ত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধু নেতৃত্বে চড়ামূল্যে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন বঙ্গবন্ধুর নেতৃত্বে। আমরা মেহেরপুর মুজিবনগর থেকে নতুন প্রজন্মের কাছে সেই ইতিহাস তুলে ধরতে চাই। এই মুজিবনগর থেকে যেনো আমরা সোনার মানুষ তৈরি করতে পারি আগামী দিনে।
‘বঙ্গবন্ধু ও বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র শীর্ষক’ আলোচনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আমির-উল ইসলাম। জুম কনফারেন্সে অন্যদের মধ্যে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য্য, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন, প্রধান শিক্ষক শাশ্বত নিপ্পন চক্রবর্তীসহ বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ আলোচনাসভায় অংশগ্রহণ করেন।