স্টাফ রিপোর্টার: নির্মাণাধীন মডেল মসজিদের ক্যাম্পাসে হামলা, ভাঙচুর, মারধর এবং সেখান থেকে ৫ লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে পিরোজপুর সদরে। এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মুসাব্বির মাহমুদ সানিকে গ্রেফতার করেছে পুলিশ। সানি নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পিরোজপুর জেলার সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি হিসেবে পরিচয় দিতেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভার কাছে একটি মডেল মসজিদের নির্মাণ কাজ চলছিল। শুক্রবার দুপুরের দিকে সানির নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল সেখানে গিয়ে স্টাফ ও কর্মচারীদের থাকার ঘরে ভাঙচুর চালায়।
এ সময় হামলাকারীরা সেখানে নির্মাণ কাজের জন্য বানানো কার্যালয়ের ভেতর থেকে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেয়ার পাশাপাশি সিসিটিভি ও হার্ডডিস্ক ভেঙে ফেলে বলে দাবি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মচারীদের।
পূর্ববর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.