স্টাফ রিপোর্টার: মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে আভিযানিক কার্যক্রম পরিচালনাকালে বাংলাদেশি শান্তিরক্ষীদের একটি বিশেষায়িত দল সড়ক দুর্ঘটনায় পতিত হয়। এতে এক বাংলাদেশি শান্তিরক্ষী ঘটনাস্থলেই নিহত ও দুইজন গুরুতর আহত হন।
সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশি শান্তিরক্ষীদের বিশেষায়িত দলটি রোববার (২৫ অক্টোবর) কাগা বন্দর থেকে বাঙ্গুই যাত্রা করে। সোমবার স্থানীয় সময় দুপুরে ডেলে নামক এলাকায় ঝুঁকিপূর্ণ ব্রিজের সংযোগ সড়ক পিচ্ছিল ও কর্দমাক্ত থাকায় একটি ওয়াটার বাউজার নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে পাশ্ববর্তী ২০-২৫ ফুট গভীর খাদে পতিত হয়। এতে চালক মো. আব্দুল্লাহ আল মামুন, এএসসি (৩৬) সেনা নং ১৮১১৭৫৭ ল্যান্স কর্পোরাল (ড্রাইভার) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এছাড়া ওই দুর্ঘটনায় সার্জেন্ট মো. আব্দুস সামাদ, আর্টিলারি (৩৫) সেনা নং ১২২৪৫৪২ এবং সৈনিক মোকলেছুর রহমান, বীর (৩১) সেনা নং ৪৫০৮৩৭২ গুরুতর আহত হন। বর্তমানে তারা রাজধানী বাঙ্গুইতে অবস্থিত জাতিসংঘের লেভেল-২ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে আছেন। শিগগিরই উন্নত চিকিৎসার জন্য তাদেরকে উগান্ডায় প্রেরণ করা হবে। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে নিয়োজিত অন্যান্য বাংলাদেশি শান্তিরক্ষীগণ নিরাপদে আছেন।