মঙ্গল শোভাযাত্রার নাম বদলাতে পারে : থাকবে নতুন জিনিস

স্টাফ রিপোর্টার: মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের কথা ভাবছে অন্তর্বর্তী সরকার। এ ব্যাপারে আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত হবে। এছাড়া এ শোভাযাত্রায় নানা পরিবর্তনও আনা হচ্ছে। গতকাল রোববার বিকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। নববর্ষ উদযাপন নিয়ে সভা শেষে উপদেষ্টা ফারুকী সাংবাদিকদের বলেন, এবার চারুকলা থেকে যে শোভাযাত্রা বের হবে সেখানে আপনারা সত্যিকার অর্থেই নতুন জিনিস দেখবেন। আপনাদের চোখেই পরিবর্তন দেখতে পাবেন অনেক। সেটা এখন আমরা বিস্তারিত না বলছি। সারপ্রাইজ হিসেবেই থাকল। ইটস এ টিজার। যারা অংশগ্রহণ করবেন তারা নিজেরাই নিজেদের চোখে দেখতে পারবেন পরিবর্তনগুলো কীভাবে ঘটছে। সংস্কৃতি উপদেষ্টা বলেন, আসলেই নতুন কিছু দেখতে পাবেন। নতুন রং দেখবেন, নতুন গন্ধ পাবেন, নতুন সুর পাবেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More