কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় দফাদার ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় রিমন (১৪) নামে আরও একজন মারা গেছেন। বৃহস্পতিবার সকালে রিমন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা চারজনে দাঁড়ালো। মারা যাওয়া চারজন হলেন দৌলতপুর উপজেলার দিঘলকান্দি গ্রামের শাহাজুদ্দীনের ছেলে সাহাজুল (৩০), একই এলাকায় তৌহিদুল ইসলামের ছেলে বিজয় (২৮), দৌলতপুর উপজেলার আল্লাহর দর্গা এলাকার রাজ্জাকের ছেলে ফিলিং স্টেশনের কর্মচারী রাজিব উদ্দিন রনি (২৬) ও দৌলতপুর উপজেলার দিঘলকান্দি গ্রামের মৃত জয়নালের ছেলে রিমন (১৪)। গত শুক্রবার রাত ৮টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মহিষাডোরা এলাকার দফাদার ফিলিং স্টেশনে তেল আনলোড করার সময় হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সাহাজুল ও বিজয় অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। আহতদের মধ্যে রোববার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রাজিব উদ্দিন রনির মৃত্যু হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রিমন (১৪) মারা গেছে। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ভেড়ামারার দফাদার পেট্রোল পাম্পে আগুনের ঘটনায় আরও একজন মারা গেছেন।