বিধিনিষেধ বাস্তবায়নে সমন্বয় সেল গঠন

স্টাফ রিপোর্টার: সারা দেশে করোনাভাইরাসের বিস্তার রোধে ১-৭ জুলাই সারা দেশে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এই পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শেখ রফিকুল ইসলামের নেতৃত্বে ৫ সদস্যের কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন করে বৃহস্পতিবার রাতে আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সমন্বয় সেলের সদস্যরা হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিজ মোমেনা খাতুন, স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব মিজ উম্মে সালমা তানজিয়া, জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব আবু হেনা মোস্তফা জামান ও সশস্ত্র বাহিনী বিভাগের একজন প্রতিনিধি।
কমিটির কার্যপরিধিতে বলা হয়, গঠিত সেল কোভিড-১৯ এর বিস্তার রোধে আরোপিত বিধিনিষেধ বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রম সমন্বয় ও মাঠপর্যায়ের যোগাযোগ রক্ষা করবে। পাশাপাশি সার্বিক পরিস্থিতি সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More