বিদেশিরা পরামর্শ দিতে পারে, ক্ষমতায় বসাতে পারে না: কাদের

 

স্টাফ রিপোর্টার: বিদেশিরা কোনো দলকে ক্ষমতায় বসাতে পারেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিদেশিরা আমাদের বন্ধু। তারা পরামর্শ দিতে পারেন, ক্ষমতায় বসাতে পারেন না। ক্ষমতায় বসাবে দেশের জনগণ।’ শনিবার বিকেলে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী শহীদ মিনারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে এ সমাবেশ করা হয়। আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে বিএনপিকে আবারও আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘সেফ এক্সিট চাইলে নির্বাচনে আসুন। নির্বাচনের মধ্যদিয়ে সেফ এক্সিট কারা নেবেন, জনগণই তা নির্ধারণ করবে।’ দুর্নীতির দায়ে দ-িত তারেক রহমানের নির্দেশে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চলছে অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির আন্দোলনের ডাক আসে টেমস নদীর ওপার থেকে। যিনি আন্দোলনের নির্দেশ দেন, তিনি পলাতক ও দ-িত আসামি। এ বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘দ-িত ব্যক্তি অনলাইনেও বক্তৃতা করতে পারবেন না। অথচ তারেক রহমান দিনের পর দিন অনলাইনে বক্তব্য দিচ্ছেন। বিষয়টি নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করছি।’ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি প্রমুখ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More