বিজ্ঞানের অগ্রগতিতে আমাদের জীবনধারায় পরিবর্তন আসছে

স্টাফ রিপোর্টার: ‘তর্কে বিতর্কে বিজ্ঞানের সাথে’ স্লোগানে চুয়াডাঙ্গায় জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার চেম্বার ভবনে ৮ স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন-বিএফএফ ও সমকালের আয়োজনে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় জীবননগর থানা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়।
শনিবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গায় চেম্বার ভবনে অনুষ্ঠিত সমকাল সুহৃদ সমাবেশের সভাপতিত্ব করেন নাসির আহাদ জোয়ার্দ্দার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সমকাল সুহৃদ সমাবেশের আহ্বায়ক মাহবুব আলম সেলিম ও চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সহ-সভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ। এসময় আরো উপস্থিত ছিলেন জীবননগর থানা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার প্রামাণিক। প্রতিযোগিতার সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন সমকালের চুয়াডাঙ্গা প্রতিনিধি খাইরুল ইসলাম। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর সিদ্দিকুর রহমান বলেন, বিতর্কের ফলে শিক্ষার্থীদের জ্ঞান মন ও মানসিকতা সমৃদ্ধ হয়ে ওঠে। তিনি আরো বলেন, বিজ্ঞানের অগ্রগতিতে আমাদের জীবনধারায় পরিবর্তন আসছে। বিজ্ঞানই পারে দেশকে এগিয়ে নিতে। বিজ্ঞান শিক্ষাকে যদি আনন্দদায়ক শিক্ষা হিসেবে প্রতিষ্ঠিত করা যায়, তাহলে বিজ্ঞান শিক্ষার্থী কমবে না বরং বাড়বে।
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা ভি.জে. সরকারি উচ্চ বিদ্যালয়, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়, জীবননগর থানা সরকারি পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়, শাপলাকলি মাধ্যমিক বিদ্যালয়, জীবননগর মডেল মাধ্যমিক বিদ্যালয় ও গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় জীবননগর থানা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছেন জীবননগর থানা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অন্তিমা বিশ্বাস। বিজয়ী দলের বিতার্কিক ছিলেন, ফারিয়া বিনতে ইউসুফ, নুসরাত জাহান পূরবী, অন্তিমা বিশ্বাস (দলনেতা)। রানার্সআপ দলের বিতার্কিকরা হলেন, সামায়া ইমতিয়াজ ¯েœহা, মেধা মায়াবী, জান্নাতুল ফিরদাউস (প্রমা)।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More