বিচ্ছিন্ন সংঘর্ষ হামলা গুলিতে দুজন নিহত : ১৬ গুলিবিদ্ধসহ আহত শতাধিক

 

কেন্দ্র দখল জাল ভোট এজেন্ট বের করে দেয়াসহ নানা অনিয়মে আটক ২৭

স্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রোববার বিচ্ছিন্ন সংঘর্ষ, হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কিছু কেন্দ্র দখল, জালভোট, এজেন্টকে মারধর ও বের করে দেওয়াসহ নানা অনিয়ম হয়েছে। এসব ঘটনায় ২ জন নিহত ও ১৬ গুলিবিদ্ধসহ ১৩৩ জন আহত হয়েছেন। অনিয়মের কারণে চারটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। ২৭ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মুন্সীগঞ্জে জিল্লুর রহমান নামে এক নৌকা সমর্থককে কুপিয়ে হত্যা করা হয়েছে। অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা তাকে হত্যা করেছে। কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর (দ.) ইউনিয়নে নোয়াব আলী নামে আরেক নৌকা সমর্থক স্বতন্ত্র প্রার্থীর কর্মীর হামলায় নিহত হয়েছেন। নরসিংদীর বেলাবতে জালভোট দেওয়াসহ অনিয়মের অভিযোগে শিল্পমন্ত্রী অ্যাড. নূরুল মজিদ মাহমুদ হুমায়নের ছেলে মনজুরুল মজিদ মাহামুদ হুমায়ন সাদিকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। পটুয়াখালীতে জাতীয় পার্টির প্রার্থী এ?বিএম রুহুল আমীন হাওলাদার ও চট্টগ্রামের বাঁশখালীতে নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন। এছাড়া কয়েকটি স্থানে প্রতিপক্ষের বাড়িঘর, গাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর হয়েছে।

মুন্সীগঞ্জে মিরকাদিম পৌরসভার নৈদিঘীরপাথরের শওকত আলীর ছেলে জিল্লর রহমান (৪০) ভোট দেখতে পাশের ভোট কেন্দ্রে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে চাপাতি দিয়ে কুপিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার মিরকাদিম পৌরসভার টেঙ্গর এলাকায় টেঙ্গর গার্লস স্কুল ও রিকাবিবাজার ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। জিল্লুরের স্ত্রী রেহেনা বেগম ও মেয়ে মৌমিতার দাবি, স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীকের সমর্থক মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র মো. শহিদুল ইসলাম শাহীন ও পৌর কাউন্সিলর মো. লিটনের নেতৃত্বে জিল্লুর রহমানকে হত্যা করা হয়েছে। জেলা রিটার্নিং অফিসার মো. আবু জাফর রিপন বলেন, হত্যাকা-ের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন তদন্ত করে সবাইকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।

নিহত নোয়াব আলী (৬০) দেবিদ্বার উপজেলার ১০নং গুনাইঘর (দ.) ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কাশারীখোলা গ্রামের আবদি মিয়ার ছেলে। তিনি নৌকার সমর্থক ছিলেন বলে জানা গেছে। নেয়াব আলীর ছেলে মো. জুয়েল রানা জানান, তার বাবা সকালে ভোট দিয়ে কেন্দ্র থেকে ফেরার পথে তার চাচা মো. সেলিম মাস্টারের সঙ্গে ভোট দেওয়া নিয়ে কথা বলছিলেন। এসময় ঈগল প্রতীকের কয়েকজন সমর্থক এসে তার বাবাকে ধাক্কা দিয়ে গলায় পেঁচানো গামছা ধরে হেঁচকা টান দেয়। এতে তিনি মাটিতে পড়ে যান। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পরই মৃত্যুর বিষয় নিশ্চিত বলা যাবে। দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো. নয়ন মিয়া বলেন, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।

নারায়ণগঞ্জের আড়াইহাজারের দুপুরে রামচন্দ্রদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকায় সিল মারা ও পোলিং এজেন্ট বের করে দেওয়াকে কেন্দ্র করে নৌকা ও লাঙ্গল সমর্থকদের মধ্যে সংষর্ষ হয়েছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলিবর্ষণ করলে ১০ জন গুলিবিদ্ধ হন। এরপর কেন্দ্রটিতে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। লাঙ্গল প্রতীকের প্রার্থী আলমগীর সিকদার লোটন বলেন, কেন্দ্র দখল করে নৌকার লোকজন সিল মারে। আমরা বাধা দিলে তারা হামলা করে। পুলিশ উলটো আমাদের দিকে গুলি ছোড়ে। আমাদের ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন। এদিকে সংঘর্ষের ঘটনায় লোটনের ছোট ভাই জাহাঙ্গীর সিকদার জোটনসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।

নরসিংদীর বেলাব উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহীমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়াসহ অনিয়মের অভিযোগে শিল্পমন্ত্রী অ্যাড. নূরুল মজিদ মাহমুদ হুমায়নের ছেলে ও কেন্দ্রীয় যুবলীগ নেতা মনজুরুল মজিদ মাহামুদ হুমায়ন সাদিকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে প্রশাসন। পরে ওই কেন্দ্রের ভোট স্থগিত করা হয়।

শিবপুরে দুলালপুর ফাজিল (ডিগ্রি) মাদরাসা কেন্দ্রে হামলা ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা মো. রেজাউল হাসান জানান, দুপুর ১টার দিকে ৫০-৬০ জন লোক হঠাৎ কেন্দ্রের ভেতরে ঢুকে ব্যালট পেপার ছিনিয়ে নেয়। বাধা দিলে মারধর ও ভাঙচুর করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনসার ও পুলিশ সদস্যরা ৬ রাউন্ড ফাঁকা গুলি করলে তারা পালিয়ে যায়। এ সময় ৮ জনকে আটক করা হয়েছে। পরে কেন্দ্রটি স্থগিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া একই এলাকার ভিটিচিনাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়েও ভোট স্থগিত করা হয়েছে।

জামালপুর-৪ আসনে ৩টি স্থানে হামলা, ভাঙচুর, সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছে। সকাল সাড়ে ১০টায় সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকার কর্মীরা জাল ভোট দিতে থাকে। এ সময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা বাধা দেয়। এ নিয়ে উভয়পক্ষের সংঘর্ষ হয়েছে। পুলিশ ৫ রাউন্ড ফাঁকা গুলি করে। এ ঘটনার জের ধরে বিকাল ৩টায় ফের উভয় পক্ষের সংঘর্ষ, ব্যবসা প্রতিষ্ঠানে ও বাড়িঘরে হামলা ভাঙচুর হয়েছে। দুদফা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। এছাড়া সকাল ১১টায় পৌরসভার দক্ষিণ বলারদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকার সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট মুমিনুল ইসলামকে মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়। এ নিয়ে দুপক্ষের সংঘর্ষে ৫ জন আহত হন।

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামের দক্ষিণ সাঙ্গর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল সাড়ে ১০টায় নৌকার সমর্থকরা জাল ভোট দিলে বাধা দেন স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পালটাধাওয়া হয়েছে। জাল ভোট দেওয়ার ছবি তুলতে চাইলে ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আমিনুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করেন। স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ-সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ খান বলেন, প্রিসাইডিং অফিসারের যোগসাজশে জাল ভোট দেয় নৌকার সমর্থকরা।

যশোরে ভোটের আগের রাতে ও ভোটের দিন সকালে শহরের অন্তত ১৫টি স্থানে ককটেল বিস্ফোরণ হয়েছে। পাশাপাশি ভোট চলাকালে ৬টি আসনের বিভিন্ন স্থানে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে ১২টি মারামারির ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। এরমধ্যে যশোর-৩ আসনে শহরের শংকরপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ককটেল বিস্ফোরণে আনসার সদস্য মারুফ হোসেন আহত হয়েছেন। যশোর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহিত কুমার নাথের (ঈগল) কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এই আসনের বিএড কলেজ কেন্দ্রে ছুরিকাঘাতে ৩ জন আহত হন। যশোর-৫ আসনের হেলাঞ্চি কৃষ্ণবাটি মাধ্যমিক বিদ্যালয়ে ঈগল প্রতীকের কর্মী মশিউর রহমানের হাত দা দিয়ে কুপিয়ে প্রায় বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর দুই নারী সমর্থকদের হাতাহাতিকে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধে। এতে দুজন গুলিবিদ্ধ হন। তারা হলেন- নগরীর আকবর শাহ নুরিয়া মাদরাসা এলাকার আশিক বড়ুয়ার ছেলে শান্ত বড়ুয়া ও ঝাউতলা ওয়ারলেস কলোনির আমির হোসেনের ছেলে মো. জামাল হোসেন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে এক ব্যক্তির এগিয়ে যাওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেই যুবকের নাম শামীম আজাদ ওরফে ব্ল্যাক শামীম। তিনি চসিকের ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর অনুসারী হিসাবে পরিচিত।

পিরোজপুরে বেলা পৌনে ১২টায় সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চুঙ্গাপাশা নেছারিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর (ঈগল) এজেন্ট হৃদয়ের হামলায় নৌকার এজেন্ট মো. কাউসার আহত হয়েছেন। গাইবান্ধা-৫ আসনের সাঘাটা উপজেলার কলম তলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে সকাল সাড়ে ১০টায় নৌকা ও দলীয় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন।

পটুয়াখালীতে  আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেনের ছোট ভাই এসএম কামালের নেতৃত্বে জাতীয় পার্টির প্রার্থী এবিএম রুহুল আমীন হাওলাদার ও তার কর্মী সমর্থকদের ওপর হামলা হয়েছে। এতে রুহুল আমীন ও তার দেহরক্ষী সোহেলসহ ৮ জন আহত হয়েছেন। রোববার বিকাল সাড়ে ৪টায় সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের কচাবুনিয়া কেন্দ্রে এ ঘটনা ঘটে। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ নুর কুতুবুল আলম বলেন, রুহুল আমীন আমাকে বিষয়টি মৌখিকভাবে জানালে আমি তাকে লিখিতভাবে অভিযোগ দিতে বলেছি।

তবে অভিযুক্ত কামাল হোসেন বলেন, আমরা কোনো হামলা করিনি, বরং রুহুল আমীনের নেতৃত্বে তার দলবল আমাদের ওপর হামলা চালিয়েছে। লক্ষ্মীপুরের রামগঞ্জে নৌকার কর্মীদের অতর্কিত হামলায় স্বতন্ত্র প্রার্থীর (ঈগল) নির্বাচনি কমিটির সদস্য সচিব আওয়ামী লীগ নেতা শামছুল হক মিজান ও ৩ সংবাদকর্মীসহ ৬ জন আহত হয়েছেন। দুপুরে ইছাপুর ইউনিয়নের পূর্ব সোন্দড়া ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। আহত অন্যরা হলেন-স্থানীয় সংবাদকর্মী মিজানুর শামীম, হাসানুর জামান, ইকবাল খন্দকার শান্ত, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন ও গাড়িচালক লোকমান হোসেন। এসময় একটি গাড়িও ভাঙচুর করা হয়েছে।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পূর্ব সারডুবি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটের অনিয়ম নিয়ে কথা বলায় ক্যামেরা ভাঙচুরসহ সাংবাদিকদের ওপর হামলা করেছে নৌকার কর্মীরা। এতে তিন সাংবাদিক আহত হয়েছেন। তারা হলেন- আনন্দ টিভির জেলা প্রতিনিধি আবদুর রহিম, সাংবাদিক মিনহাজ ও মাসুদ বাবু। তাদের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের রণকাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ও ঈগল (স্বতন্ত্র) প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের ১২ জন আহত হয়েছেন।

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের কাহেতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আতর্কিতভাবে ডুকে ব্যালট বাক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ব্যালট বাক্স পুড়ে গেছে। ব্যালট বাক্সে প্রায় তিনশ ভোটের পেপার ছিল। এসময় ৫ রাউন্ড গুলি করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই ঘটনায় ২ আনসার সদস্য আহত হয়েছেন।

চট্টগ্রাম-১৪ আসনের বিভিন্ন কেন্দ্রে সংঘর্ষে তিন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন। কেন্দ্রগুলো হলো- পূর্ব চন্দনাইশ চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাছবাড়ীয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদয়ালয়, হাশিমপুর মুকবুলিয়া মাদ্রাসা, হাশিমপুর তরুণ সংঘ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্যম কাঞ্চননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। গুলিবিদ্ধরা হলেন-আমিনুল মেজবাহ, আতিকুর রহমান ও আমিনুল হক।

নোয়াখালীতে বেলা ১১টায় সেনবাগ পৌরসভার কাদরা হামেদিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষ হয়েছে। এ সময় নৌকা ও স্বতন্ত্র কাঁচি প্রতীকের সমর্থকদের মধ্যে গোলাগুলি ও ধাওয়া পালটা ধাওয়া হয়। এতে আজগর আলী ভূঁইয়া জুয়েল নামে কাঁচির এক কর্মী গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়েছেন।

মাদারীপুর-০৩ আসনে নৌকা ও ঈগল প্রতীকের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন। দুপুরে মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগও ওঠে।

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের রামকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩০/৩৫ জন যুবক রামদা, হাসুয়া ও লাঠিসোঁটা নিয়ে প্রবেশের চেষ্টা করে। এ সময় নির্বাচনি কাজে ব্যবহৃত মাইক্রোচালক জাহাঙ্গীর আহত হন। পুলিশ ৪ জনকে আটক করেছে।

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের বাসাইল উপজেলার সুন্না আব্বাছিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকায় জালভোট দেওয়াকে কেন্দ্র করে ধাওয়া-পালটাধাওয়া হয়েছে। নৌকার পক্ষের কাজ করার অভিযোগে পোলিং অফিসার শাহীনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

চট্টগ্রামের উত্তর সরল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলায় নৌকা প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী আহত হয়েছেন। এ সময় তার গাড়ি ভাঙচুর করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ভোট স্থগিতের আবেদন করেছেন কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী লায়ন ফিরোজুর রহমান। তার অভিযোগ, প্রায় সব কেন্দ্রে নৌকার কর্মীরা কেন্দ্র দখল করে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে ব্যালটে সিল মারে।

ঠাকুরগাঁও-১ আসনের সদর উপজেলার সালন্দর দেওগাঁও ছেতনাইতলা ভোটকেন্দ্রে বিএনপির নেতাকর্মীদের হামলায় নারীসহ ৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- দেওগাঁও গ্রামের মনোয়ার ও মন্তাজ। এছাড়া রাজশাহীর বাঘায় দু’পক্ষের মারামারিতে ২ জন ও মাদারীপুরের কালকিনিতে সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। গাজীপুরের টঙ্গীতে ভোট গণনায় অমিলের অভিযোগে ধাওয়া-পালটাধাওয়া ও হাতাহাতি হয়েছে। বরিশালের মুলাদী ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ হয়েছে। লক্ষ্মীপুরের রায়পুরে দুই স্থানে ১০টি ককটেল বিস্ফোরণ হয়েছে। চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিভিন্ন অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More