বিএনপি নেতাদের মুখ শুকিয়ে গেছে : ওবায়দুল কাদের

 

স্টাফ রিপোর্টার: মার্কিন ভিসা নীতির পর বিএনপি নতুন কৌশল হিসেবে আওয়ামী লীগকে আক্রমণকারী সাজাতে নাটক মঞ্চায়ন করছে বলে অভিযোগ করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আমেরিকা যে ভিসা নীতি প্রকাশ করেছে, সেই নীতিতে নির্বাচনে বাধা দিলে খবর আছে। সেজন্য বিএনপি নতুন কৌশল নিয়েছে। আমেরিকার ভিসা নীতি প্রকাশ হওয়ায় বিএনপি নেতাদের মুখ শুকিয়ে গেছে। গলা বসে গেছে, বুক শুকিয়ে গেছে। আমরা প্রস্তুত, খেলা হবে। দুর্নীতি, অর্থ পাচার, ভোট চুরি, সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদের বিরুদ্ধে, মানুষ পুড়িয়ে হত্যার বিরুদ্ধে খেলা হবে। গতকাল শনিবার রাজধানীর মধ্য বাড্ডায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের আরও বলেন, মানুষ আর ধানের শীষ চায় না। মানুষ বলে, ‘ধানের শীষ পেটে বিষ’। কেউ কেউ বলে, ‘সাপের বিষ’। ধানের শীষ বাংলার মানুষ আর চায় না। সবার মার্কা নৌকা। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, উপদেষ্টা পরিষদের সদস্য একেএম রহমতউল্লাহ, মহিলাবিষয়ক সম্পাদক জাহানারা বেগম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি। ওবায়দুল কাদের বলেন, কেরানীগঞ্জে ধরা খেয়েছে বিএনপির নাটক। আমেরিকা বলেছে, সুষ্ঠু নির্বাচনে যারাই বাধা দেবে, তাদের ভিসা বন্ধ করে দেবে। আমাদের এখানে কিছু নেই। আমরা সুষ্ঠু নির্বাচন গাজীপুরে দেখিয়ে দিয়েছি। কে নিষেধাজ্ঞা দিল না দিল, এ নিয়ে শেখ হাসিনার কোনো মাথাব্যথা নেই। আমরা তো নির্বাচন সুষ্ঠু করার অঙ্গীকার আগেই করেছি। গাজীপুরে এর উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছি। আগামী চারটি সিটি করপোরেশন এবং জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং সবার অংশগ্রহণে হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, মার্কিন ভিসা নীতিতে আমাদের একটা লাভ হলো। এতদিন তারা নালিশ করেছে আমেরিকার দরবারে নিষেধাজ্ঞার ব্যাপারে। নিষেধাজ্ঞা কই? নিষেধাজ্ঞা এখন তাদের বিরুদ্ধেই এসেছে। নির্বাচনে গোলমাল করলে, গাড়ি ভাঙচুর করলে, মানুষ পোড়ালে, বাস পোড়ালে, আজ যারাই জ্বালাওপোড়াওয়ের রাজনীতি করবে, আগুন-সন্ত্রাস করবে, তারাই ভয় পাচ্ছে। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। কাজেই দেশি-বিদেশি কাউকে ভয় পাই না। আমরা আমাদের নীতিতে অটল হয়ে নির্বাচনের দিকে যাচ্ছি। বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ভয় পাচ্ছেন কেন ফখরুল সাহেব। পায়ের তলায় যখন এত মাটি, আসেন না লড়ি। নির্বাচনকে এত ভয় পান কেন? তিনি আরও বলেন, তারা নির্বাচনকে না, শেখ হাসিনাকে ভয় পায়। তারা ভয় পায় বঙ্গবন্ধুকন্যাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের প্রধান শত্রু। কারণ, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতার নাম হচ্ছে শেখ হাসিনা।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More