বদলির বাধা কাটলো প্রাথমিক শিক্ষকদের

 

স্টাফ রিপোর্টার: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের বদলির নিষেধাজ্ঞা তুলে নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। সোমবার অধিদফতরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) মনীষ চাকমার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে। নীতিমালা অনুযায়ী জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি করা হয়। কিন্তু করোনার কারণে এই বদলি কার্যক্রম দীর্ঘদিন বন্ধ ছিলো। শিক্ষকরা দীর্ঘদিন বদলির নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সেই বদলি নিষেধাজ্ঞা তুলে নেয়া হলো। অধিদফতরের নির্দেশনায় জানানো হয়, করোনাভাইরাসের কারণে প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকায় ২০২০ সালের ২৫ অক্টোবরের আদেশে শিক্ষক বদলি বন্ধ করেছিলো অধিদফতর। ২০২০ সালের ২৫ অক্টোবরের আদেশ বাতিল করা হলো। প্রাথমিক শিক্ষা অধিদফতর জানায়, জানুয়ারি থেকে মার্চ এই তিন মাস নিয়মিত বদলির সময়। শিক্ষকদের এই বদলি কার্যক্রম বন্ধ  ছিলো করোনার কারণে। এর ফলে আগামী জানুয়ারিতে বদলি কার্যক্রম চলবে। অন্যদিকে চলতি মাসে আন্তঃউপজেলা বদলি কার্যক্রম অনলাইনে শুরু করা হবে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More