আলমডাঙ্গার কুমারী ইউনিয়ন আ.লীগের অফিস উদ্বোধনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার
আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা কুমারী বাজারে কুমারী ইউনিয়ন আ.লীগের দলীয় অফিস উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় জেলা আ.লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই দলীয় অফিসের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর তুলনা শুধু বঙ্গবন্ধুই। অন্য কেউ তার তুল্য হতে পারে না। তার মতো বিচক্ষণ নেতা শুধু দেশে নয়, বিশ্বে বিরল। যুগে যুগে অনেক নেতা এসেছেন। তবে বঙ্গবন্ধুর মতো বিচক্ষণ নেতা বিশ্বে বিরল। তিনি আগে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, এরপর দলকে সংগঠিত করেছেন। পরে জনগণকে ঐক্যবদ্ধ করেছেন। তারপর স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। তিনি অন্যায়ের সাথে কখনও আপস করেননি। তার জীবনের মূল দর্শন ছিলো দুঃখি মানুষের মুখে হাসি ফোটানো। এ বিষয়টি সবাইকে মনে রাখতে হবে। সুখে দুঃখে মানুষের পাশে থেকে তাদের মন জয় করতে হবে। রাজনীতির পূর্ব শর্ত মানুষের মন জয় করা।
কুমারী ইউনিয়ন আ.লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টুর সভাপতিত্বে অফিস উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, উপজেলা আ.লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, জেলা আ.লীগের সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি মজিবর রহমান, আনিসুজ্জামান মল্লিক, পৌর আ.লীগের সভাপতি দেলোয়ার হোসেন, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক। উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের বন ও পরিবেশ সম্পাদক সৈয়দ সাজেদুল হক, জেলা আ.লীগ ও জেলা পরিষদের সদস্য আবু মুসা, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর আ.লীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, হারদী ইউনিয়ন আ.লীগের সভাপতি আশিকুজ্জামান ওল্টু, আ.লীগ নেতা আবু সায়েম রিপন, আইনাল হক, জমসেদ মেম্বার, জাহাঙ্গীর মেম্বার, রবিউল হক, ইউনিয়ন যুবলীগ নেতা আবু সিদ্দিকী টগর, টুটুল, সেলিম, ফারুক, জাকারিয়া আলমডাঙ্গা কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, সম্পাদক নাহিদ হাসান তমাল, ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাজিব প্রমুখ।