স্টাফ রিপোর্টার: জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ফিনল্যান্ড থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রোববার বিকেলে জাতিসংঘের হেলসিংকি ত্যাগ করেন তিনি। জাতিসংঘে সাধারণ পরিষদের অধিবেশন এবং সেখানে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য সরকারি সফরের অংশ হিসেবে ১৯ থেকে ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে অবস্থান করবেন প্রধানমন্ত্রী।
এই আয়োজনে অংশ নেয়ার জন্য প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান, এফবিসিসিআই’র ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশের আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য এমএ রাজ্জাক খান রাজ। গতকাল তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিগণের সঙ্গে তিনিও জাতিসংঘের অধিবেশনের যোগ দিবেন। এ সফরে অংশ নিতে পেরে গর্বিত ও আনন্দিত বোধ করছেন এবং সকলের কাছে দোয়া চেয়েছেন এমএ রাজ্জাক খান রাজ।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ