স্টাফ রিপোর্টার: মিলগেট, পরিবেশক ও খুচরা এই তিন পর্যায়ে পামতেল সুপার এবং পরিশোধিত খোলা ও প্যাকেট চিনির মূল্য নির্ধারণ করেছে সরকার। এতে বাজারমূল্যের চেয়ে প্রতিলিটার পামতেলে ১২ টাকা ও চিনি ৬ টাকা কমানো হয়েছে। যা রোববার থেকে কার্যকর হবে। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো উপসচিব খন্দকার নুরুল হকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সুপারিশ অনুযায়ী জরুরি পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬-এর ধারা ৩(২)(বি) ক্ষমতাবলে মিলগেট, পরিবেশক ও খুচরা পর্যায়ে পামতেল ও পরিশোধিত খোলা ও প্যাকেট চিনির মূল্য নির্ধারণ করা হয়েছে। সে মোতাবেক প্রতিলিটার পামতেল সুপার মিলগেটে ১২৮ টাকা, পরিবেশক পর্যায়ে বিক্রিমূল্য ১৩০ টাকা ও খুচরা বাজারে ১৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। যা খুচরা বাজারে বৃহস্পতিবার প্রতিলিটার ১৪৯-১৫০ টাকায় বিক্রি হয়েছে। পাশাপাশি প্রতিকেজি পরিশোধিত খোলা চিনি মিলগেটে ৭৯ টাকা, পরিবেশক পর্যায়ে ৮১ টাকা ও খুচরা বাজারে বিক্রয়মূল্য ১৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আর প্যাকেট চিনির ক্ষেত্রে মিলগেটে ৮২ টাকা, পরিবেশক পর্যায়ে বিক্রিমূল্য ৮৪ টাকা ও খুচরা বাজারে ৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এই দর যা খুচরা বাজারে প্রতিকেজি চিনি ৯০ টাকায় বিক্রি হয়েছে। জানতে চাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান বলেন, ট্যারিফ কমিশনের সুপারিশ অনুযায়ী বাণিজ্য মন্ত্রণালয় তিন পর্যায়ে পামতেল সুপার ও চিনির দাম নির্ধারণ করেছে। আগামী রোববার থেকে কার্যকর করা হয়েছে। আমরা অধিদপ্তরের পক্ষ থেকে এই দামে বিক্রি হয় কিনা তা দেখব। কেউ যদি এই আদেশ না মানে তাদের কঠোর শাস্তির আওতায় আনব।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ