পাঁচ বাসে আগুন : কাল থেকে আবার অবরোধ
স্টাফ রিপোর্টার: বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা চতুর্থ দফার অবরোধের শেষ দিন গতকাল সোমবার ঢাকায় তিনটি ও নারায়ণগঞ্জে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গাজীপুরে রেলব্রিজে আগুন দেয়া হয়েছে। এ নিয়ে অবরোধের গত দুই দিনে মোট ১৫টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটলো। এদিকে আগামীকাল বুধবার থেকে আবার দুই দিনের অবরোধ ডেকেছে বিএনপি ও জামায়াত। গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১৬ মামলায় ৪৮০ জন নেতাকর্মী গ্রেফতার হয়েছে বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী। এসব মামলায় মোট আসামি করা হয়েছে এক হাজার ৭০০ জনকে। বিভিন্ন এলাকায় হামলায় আহত হয়েছেন বিএনপির ৫০ জনের বেশি নেতাকর্মী। এনিয়ে গত ১৭ দিনে ৬৪২ মামলায় দলটির ১৪ হাজার ২৩১ জনকে গ্রেফতার করা হলো। ইত্তেফাক রিপোর্টার জানান, গতকাল সকালে উত্তরার আব্দুল্লাহপুরে প্রজাপতি পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের সময় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মামুন মজুমদারকে জনতা আটক করে র্যাবের হাতে তুলে দেন। সন্ধ্যায় শনির আখড়া চৌরাস্তা ব্রিজের ওপর মনজিল পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, খবর পেয়ে পোস্তাগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। এ ছাড়া সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পার্কিং করা ইতিহাস পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে চলমান সরকাবিরোধী আন্দোলনে পঞ্চম দফায় আগামীকাল বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা সড়ক, নৌ ও রেলপথে সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। পাশাপশি জামায়াতে ইসলামীও আলাদাভাবে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি দিয়েছে। বিএনপির এই যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তবাদী সমমনা জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, এলডিপি, লেবার পার্টিসহ সমমনা দলগুলোও পৃথকভাবে এই ৪৮ ঘণ্টার অবরোধের কর্মসূচি পালন করবে বলে জানিয়েছে। গতকাল এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অবরোধ কর্মসূচি ঘোষণা করে বলেন, আশা করি সরকারের শুভ বুদ্ধির উদয় হবে ও জনগণের ন্যায্য দাবি মানা হবে। চতুর্থ দফার ৪৮ ঘণ্টার অবরোধ আজ মঙ্গলবার সকালে শেষ হবে। জনদুর্ভোগ লাঘবে এক দিন বিরতি দিয়ে পুনরায় অবরোধ হবে। সংবাদপত্রের গাড়ি, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার গাড়ি ও জরুরি ওষুধ পরিবহন বিএনপির অবরোধের আওতামুক্ত থাকবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.