স্টাফ রিপোর্টার: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুরিগঙ্গা নদীতে বালুচরে ধাক্কা খেয়ে ছাইবাহী বাংলাদেশি একটি কার্গো জাহাজ ডুবে গেছে। গতকাল সোমবার পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মুরিগাঙ্গা নদীতে ওই কার্গো ডুবতে শুরু করে বলে রাজ্যের সরকারি একজন কর্মকর্তা জানিয়েছেন। ওই কর্মকর্তা বলেছেন, দুর্ঘটনার কবলে পড়া কার্গো জাহাজটি থেকে ছাই সরিয়ে নেয়ার পর সেটি বাংলাদেশের উদ্দেশে যাত্রা শুরু করবে। জাহাজটি থেকে নদীতে ছাই ছড়িয়ে পড়ছে বলেও স্থানীয় জেলেরা অভিযোগ করেছেন। ভারতীয় অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষের (আইডব্লিউএআই) কর্মকর্তারা বলেছেন, বাংলাদেশি জাহাজের সব ক্রু সদস্য নিরাপদ আছেন। তাদের জাহাজ থেকে উদ্ধারের পর সাগর থানায় নেয়া হয়েছে। ছাইবাহী কার্গোটি সরিয়ে নেয়ার প্রক্রিয়া চলছে; যাতে সেটি প্রতিবেশী দেশে ফিরে যেতে পারে।
পূর্ববর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.