নেতা-কর্মীরা প্রিয় মানুষের এই শুভক্ষণ ছাড়তে নারাজ
বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত
মাথাভাঙ্গা ডেস্ক: কোনো আড়ম্বর নেই, নেই কোনো আতিশয্য। জাতির পিতার কন্যা বা বাংলাদেশের চারবারের প্রধানমন্ত্রী হওয়ার পরও একেবারে সাদাসিধা আয়োজন জন্মদিন ঘিরে। নিজেই বলেছেন, জন্মদিনের আয়োজন করা যাবে না। শুধু তার জন্য দোয়া করার অনুরোধ জানালেন সবাইকে। তবুও নেতাকর্মীরা প্রিয় মানুষের জন্মদিন পালন করার এই শুভক্ষণ ছাড়তে নারাজ। কিন্তু তিনি যে বাঙালীর সমৃদ্ধির পথে এগিয়ে চলার একমাত্র বাতিঘর। এদেশের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে তার কোটি কোটি নেতাকর্মী, সমর্থক, শুভাকাক্সক্ষী, শুভানুধ্যায়ী। তাই আনুষ্ঠানিকতা না থাকলেও গতকাল সোমবার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিন পালনে কর্মসূচির এতোটুকুও কমতি ছিলো না। গতকাল সোমবার দিনভর স্বাস্থ্যবিধি মেনেই আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দোয়া ও মিলাদ মাহফিল, কেক কেটে, মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় বিশেষ মোনাজাত ও প্রার্থনাসভা, দুস্থদের মধ্যে খাদ্য, ভ্যান-রিক্সা ও দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ, ৭৪তম জন্মদিনে সারাদেশে ৭৪ হাজার বৃক্ষরোপণ এবং আলোচনাসভার মাধ্যমে পালন করেছে সাহস সংগ্রাম নেতৃত্বে অবিচল, বাঙালীর উন্নয়ন-সমৃদ্ধির বাতিঘর, জাতির পিতা বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার ৭৪তম জন্মদিন।
প্রতিবছর জন্মদিনে রাষ্ট্রীয় কাজে জাতিসংঘের সাধারণ পরিষদে অংশ নিতে মার্কিন যুক্তরাষ্ট্রেই থাকতে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কিন্তু করোনার কারণে এবার যাওয়া হয়নি। দীর্ঘদিন পর জন্মদিনে দেশের মাটিতেই ছিলেন। কিন্তু ঘটা করে জন্মদিন পালনে কখনই রাজি হননি। তাই দেশে থাকলেও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা অংশ নেননি জন্মদিনের কোনো অনুষ্ঠানে, আনুষ্ঠানিকতা করতেও বারণ করে দিয়েছেন সবাইকে। জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় ¯্রােত হওয়ার পরিবর্তে দেশের উন্নয়নে ব্রতী শেখ হাসিনা অংশ নিয়েছেন মন্ত্রিসভার বৈঠকে।
চুয়াডাঙ্গায় জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেছে। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার সময় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ কেককাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান ও মুফতি মাসুদ উজ্জামান লিটু বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন, জেলা শ্রমিক লীগের সভাপতি আফজালুল হক ও সহ-সভাপতি আব্দুস সালাম, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা, চুয়াডাঙ্গা জেলা পরিষদ সদস্য রেড ক্রিসেন্ট চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহান, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, ছাত্রলীগের সাবেক সভাপতি যুবলীগ নেতা আব্দুল কাদের, ছাত্রলীগের সাবেক সভাপতি মো. রেজাউল করিম ও আব্দুর রশিদ প্রমুখ।
এদিকে, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে শহরের শহীদ আবুল কাশেম সড়কের মোহাম্মদী শপিং কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে জন্মদিন পালন করা হয়। এ উপলক্ষে নেতাকর্মীদের সাথে নিয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জন্মদিনের কেক কাটেন জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। একইসাথে বাংলাদেশের সরকার প্রধান শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য শরীফ হোসেন দুদুসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা।
চুয়াডাঙ্গায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ। গতকাল সোমবার চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফের নেতৃত্বে জেলা পরিষদের ডাকবাংলোসহ শহরের বিভিন্ন স্থানে ৭৪টি বৃক্ষরোপণ করা হয়। বিকেলে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের কেদারগঞ্জস্থ দলীয় কার্যালয়ে ছাত্রলীহগ ও স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে দোয়া ও আলোচনাসভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি পৌরসভার সাবেক চেয়ারম্যান অ্যাড. আশরাফ আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, স্বেচ্ছাসেবক লীগের সদস্য ইমরান আহমেদ বিপ্লব, আবু তাহের, মাফিজুর রহমান মাফি, খাইরুল ইসলাম বিশ্বাস, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকি, সদর থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমেদ, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
সরোজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে চুয়াডাঙ্গা সদরের শঙ্করচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় ডিঙ্গেদহ বাজারে মমতাজ ট্রেডার্সের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। আ.লীগ নেতা শিকদার রাকিব হাসান মানিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পদ্মবিলা ইউনিয়ন আ.লীগের সভাপতি বজলুর রহমান জোয়ার্দ্দার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মহাসিন আলী মোল্লা। দোয়া পরিচালনা করেন ডিঙ্গেদহ বাজার জামে মসজিদের ঈমাম মাও. আবু বক্কর সিদ্দিক। অনুষ্ঠান শেষে কেক কাটার মধ্যে দিয়ে প্রধান মন্ত্রীর ৭৪তম জন্মদিন পালন করা হয়।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গায় আ.লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়। সভাপতিত্ব করেন পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রশান্ত অধিকারী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, সহসভাপতি আনিসুজ্জামান মল্লিক, জেলা আওয়ামী লীগের সদস্য আবু মুসা, সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, আতিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের ধর্মীয় সম্পাদক হাজি ঠান্ডুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, পৌর আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল ইসলাম অপু মোল্লা, ডা. অমল কুমার বিশ^াস, রিপন আলী, বিশ^জিৎ সাধুখাঁ, আবু ডালিম, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম স্বপন খান, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিদ হাসান তমাল, যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান প্রমুখ।
অপরদিকে, আলমডাঙ্গা উপজেলা যুবলীগের আয়োজনে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের অফিসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন সোনাহার। উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, পৌর যুবলীগের আহ্বায়ক আসাদুল হক ডিটু, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য নেছার আহম্মেদ প্রিন্স, শেখ মনিরুল ইসলাম, সিদ্দিকুর রহমান মাস্টার, সাইফুল ইসলাম, মনিরুজ্জামান হিটু, জুয়েল রানা সদি, পাপন রহমান, জাহাঙ্গীর আলম, পৌর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আনিস, রাহেন, সজিব, শরিফুল ইসলাম সুমন, হাসিব, রনক, রকি, যুবলীগ নেতা মামুন, পিয়াস, রঞ্জু, বাবলু, রাসেল, ফিরোজ, সলোক, আশরাফুল, শাকিল, গোবিন্দ, সুজন, বরুন প্রমুখ। দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুস সালাম।
মুন্সিগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার জেহালায় ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগের উদ্যোগে এ উপলক্ষে দোয়া ও আলোচনাসভার আয়োজন করা। গতকাল সোমবার বিকেলে মুন্সিগঞ্জ পশুরহাটের দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসানুজ্জামান হান্নান। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মাস্টার, ফজলুল হক, সাহার আলী, মতিন মেম্বার প্রমুখ।
অপরদিকে, আলমডাঙ্গা জেহালা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোখলেসছুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন যুগ্ম-আহ্বায়ক হারুন-অর-রশিদ বকুল, আনারুল ইসলাম, জনি মেম্বার হাসিবুল মেম্বার, সমির আলি, লিটন আলী, আব্দুল কাদের, বিপুল হোসেন, আসা আলী, কালাম হোসেন, মাসুদুল হক, রানা,সালাউদ্দীন ম-ল, কালু হোসেন, সাহেব আলী, নজরুল ইসলাম মেম্বার, মজিবুল হোসেন, সোনামিয়া, সাইদুর রহমান, তৌহিদ হোসেন, নবিরুল ইসলাম, আরিফ হোসেন, মিনারুল ইসলাম, রফিকুল আলী, আমির হোসেন, আলী হোসেন, সিদ্দিক আলী, নাসির উদ্দিন, জনি হোসেন, কলেজ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম।
দর্শনা অফিস জানিয়েছে, দর্শনায় পৌর আ.লীগের কার্যালয়ে দোয়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. রফিকুল ইসলাম রান্টু, ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আ.লীগ নেতা বিল্লাল হোসেন, আব্দুর রহমান কাবি, আজাদ হোসেন, রেজাউল হক, তালেব মাস্টার, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, সহসভাপতি মামুন শাহ, জেলা যুবলীগ নেতা আব্দুস সালাম ভূট্টো, আশরাফুল, রফিকুল ইসলাম কভু, তপন, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম ববি, তোফাজ্জেল হোসেন তপু, রিপন, লোমান, অপু সরকার প্রমুখ।
দামুড়হুদা অফিস জানিয়েছে, দামুড়হুদা কেক কাটা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে দামুড়হুদা উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের আয়োজনে বাজারপাড়া নওজোয়ান সংঘ ক্লাব চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী, আ.লীগ নেতা আব্দুল মজিদ, শহিদুল হক শহিদ, ইদ্রিস আলী, মনিহার, যুবলীগ নেতা ইকরামুল হক, ইলিয়াস হোসেন, আব্দুল খালেক, ফরহাদ হোসেন প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন দামুড়হুদা বাজারপাড়া জামে মসজিদের ইমাম মাও মুফতি সামিউল্লাহ।
কার্পাসডাঙ্গা/ভ্রাম্যমাণ প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদার কার্পাসডাঙ্গায় ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে যুবলীগের আয়োজনে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম এপি। প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজির আহম্মেদ। উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল, মখলেছুর রহমান রিপন, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি এমদাদুল হক ইমন, আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক মোস্তাফিজ কচি, যুগ্ম-সম্পাদক রতন বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান মিলন প্রমুখ।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগরে এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জন্মদিনের কেক কাটা, দোয়া অনুষ্ঠান ও আলোচনাভার আয়োজন করা হয়। গতকাল সোমবার সকালে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন এ অনুষ্ঠানমালার আয়োজন করে। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়াম্যান গোলাম মোর্তুজা। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সাবেক উপজেলা চেয়াম্যান আব্দুল লতিফ অমল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেকেন্দার আলী, আলী আহাম্মদ, সেলিম উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদিকা রেনুকা আক্তার রিতা, পৌর আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা লীগের সভানেত্রী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, উপজেলা যুবলীগের সভাপতি উপজেলা ভাইস চেয়াম্যান আব্দুস সালাম ঈশা, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মালেক মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ শুকুর, মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ আহসান হাবিব বকুল, বাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন ফরজ, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান, আওয়ামী লীগ নেতা সাবেক পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম রফি প্রমুখ। শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম মো. ওলীউল্লাহ। এ ছাড়াও উপজেলার বিভিন্ন মসজিদে বাদ যোহর বিশেষ অনুষ্ঠান পরিচালনা করা হয়।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর জেলা আওয়ামী লীগ বিকেলে শিল্পকলা একাডেমি মিলনায়তনে দোয়া মাহফিল এবং আলোচনাসভার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হালিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন, দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান খোকন, জেলা আওয়ামী লীগের সদস্য ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য শামীম আরা হীরাসহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে মেহেরপুর মাদিনাতুল উলুম কওমিয়া মাদরাসা, পথ চলতি বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও সরকারি শিশু পরিবারের সদস্যদের মাঝে খাবার বিতরণ এবং জাতির জনক বঙ্গবন্ধুর জীবনী নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব, বাপ্পি, সাবেক ছাত্রনেতা হাসানুজ্জামান হিলন, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান অপুসহ যুবলীগের সকল ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। এদিন মেহেরপুর সরকারি কলেজ চত্বরে ৭৪টি গাছের চারা রোপণ করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিবস পালন করা হয়।
এ উপলক্ষে এক আলোচনাসভায় এসময় সেখানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি খন্দকার জুলকার নাইন বায়োজিত, মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আদীব হোসেন আসিফ, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন প্রমুখ। পরে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন একটি গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
একই দিন বিকেলে মেহেরপুর সরকারি শিশু পরিবার প্রাঙ্গনে দোয়া অনুষ্ঠান ও শিশু পরিবারের শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও শিশুদের মধ্যে খাবার বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দুলাল মাহমুদ ও শাজাহান আলী, যুগ্ম সম্পাদক জুহানি, সহসম্পাদক অপূর্ব কুমার সাহা ও শামীম রেজা, ক্রীড়া সম্পাদক এজাজ আহমেদ, দফতর সম্পাদক ইব্রাহিম আলী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অমি পারভীন, জেলা ছাত্রলীগের সদস্য আরিফুল ইসলাম প্রমুখ।
এদিকে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ মেহেরপুর জেলা শাখার উদ্যেগে মেহেরপুর দারুল উলুম আহমদিয়া মাদরাসার হেফজখানায় এতিম ও হাফেজ পড়া শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। জেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আরিফুল এনাম বকুলের নেতৃত্বে এ সময় স্বেচ্ছাসেবকলীগের সকল ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জননেত্রী শেখ হাসিনাসহ দেশের সকল মানুষের মঙ্গল কামনায় দোয়া করা হয়।
এদিকে বাংলাদেশ কৃষকলীগ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামে আলোচনাসভা ও কেক কাটার আয়োজন করা হয়। এদিন বিকেলে জেলা কৃষকলীগের সভাপতি মাহবুব আলম শান্তির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, জেলা কৃষক লীগের সহসভাপতি আব্দুল মান্নান, আব্দুল কুদ্দুস, রিয়াজউদ্দিন প্রমুখ। পরে সেখানে কেক কাটা হয়।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুর গাংনীতে বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন অনুষ্ঠান আয়োজনের মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে রাত পর্যন্ত এসব অনুষ্ঠানে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া অনুষ্ঠানে শেখ হাসিনার দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করা হয়। সকাল সাড়ে দশটার দিকে গাংনী উপজেলা মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাহিদুজ্জামান খোকন। উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, উপজেলা আ.লীগ যুগ্ম সম্পাদক নাজমুল হুদা, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, উপজেলা যুবলীগ সহ-সভাপতি নবীর উদ্দীন, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদ, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, কলেজ ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসিবসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ।
এদিকে দুপুরে গাংনী এতিমখানায় ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে ও সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ আয়োজিত পৃথক দু’টি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক। জেলা আ.লীগ সাধারণ সম্পাদকের গাংনীস্থ বাস ভবনে আয়োজিত অনুষ্ঠানে জেলা আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সাবেক পৌর মেয়র আহম্মেদ আলী, শহীদ স্মৃতি পাঠাগার সহ-সভাপতি ইয়াছিন রেজা, পৌর আ.লীগ সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, উপজেলা যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক শফি কামাল পলাশসহ নেতৃবৃন্দ।
অপরদিকে গাংনী পৌর মেয়রের উদ্যোগে পৌরসভা কার্যালয়ে গতকাল সন্ধ্যায় কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও আলোচনাসভার আয়োজন করা হয়। গতকাল সোমবার বিকেলে মহাজনপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান আলহাজ আমাম হোসেন মিলু বিশ্বাস। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম তোতা, গোলাম মোস্তফা, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল বারী বকুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক সোনাল উদ্দীন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান টিটু, উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলালউদ্দীন, সাধারণ সম্পাদক শেখ সাকিব, ইউপি সদস্য নুরুল ইসলাম, জেলা বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি জাহিদ হাসান রাজিব, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবুল কালাম আজাদসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ। এ সময় কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেয়।
অনুরুপ বাগোয়ান ইউনিয়ন পরিষদের আয়োজনে ‘কেক কেটে পালন করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী। গতকাল দুপুরে মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন বাগোয়ান ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক আয়ূব হোসেন। বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহাদৎ হোসেন, ইউপি সদস্য শঙ্কর বিশ্বাস, সোহরাব হোসেন, দিলিপ মল্লিক, কাজী কোমর উদ্দীন সেলিম, বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
এদিকে, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে কেক কেটে পালন করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী। গতকাল বিকেলে দারিয়াপুর ইউনিয়ন আ.লীগ অফিস চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দারিয়াপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি মোস্তাকিম হক খোকন কমান্ডারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ইউপি আ.লীগের যুগ্ম-সম্পাদক মজনুর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মতিউর রহমান মতিন, ইউপি স্বেচ্ছাসেবকলীগের সভাপতি দোলনসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
ডাকবাংলা প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহের সাধুহাটি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ডাকবাংলাবাজারে ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক কাজী নাজির উদ্দীন চেয়ারম্যান উদ্যোগে সোমবার সন্ধ্যায় তার অফিসে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক রফিউদ্দীন বিশ্বাস, অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী নাজির উদ্দীন। বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক আনিসুর রহমান বাবলু, ডাকবাংলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আশাদুজ্জামান (কাজল), শাহাজান মোল্লা, মাহাবুর রহমান, রুহুল আমিন মেম্বার, বাবু মেম্বার প্রমুখ।