নির্বচনের রোডম্যাপসহ সব সমস্যার সমাধান হবে আলোচনা এবং ঐক্যের মাধ্যমে

স্টাফ রিপোর্টার: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঐক্যে এবং আলোচনার মধ্য দিয়ে রোডম্যাপসহ সব সমস্যার সমাধান হবে। নিঃসন্দেহে ঐক্য সম্ভব হবে। সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে তিনি একথা বলেন।
গতকাল (১৪/০৪/২০২৫) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।
এ সময় দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান এবং মির্জা ফখরুল বলেন, এবারের বৈশাখ পিছনের সব জঞ্জাল সরিয়ে এক নতুন বাংলাদেশ তৈরি করবে।
এর আগে, গত ৬ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম। তার আগে ২০২৪ সালের ১ সেপ্টেম্বর তিনি এবং তার সহধর্মিণী সিঙ্গাপুরে যান স্বাস্থ্য পরীক্ষার জন্য।

২০১৫ সালে কারাবন্দী থাকা কালীন বিএনপি মহাসচিবের ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে কারামুক্তির পর সিঙ্গাপুরে চিকিৎসা নেনে। তারপর থেকে প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যেতে হয় ।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More