নাহিদের মন্ত্রণালয়ের দায়িত্বে মাহফুজ

স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে নাহিদ ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার (২৬ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিভিন্ন উপদেষ্টাদের মধ্যে দফতর বণ্টন করেছেন। এরই অংশ হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে মাহফুজ আলমকে। তবে নাহিদ ইসলামের অপর মন্ত্রণালয় ডাক ও টেলিযোগাযোগের দায়িত্ব এখনো কাউকে দেয়া হয়নি, যা নিয়ে বিভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছে। তবে ধারণা করা হচ্ছে, এই মন্ত্রণালয়ের দায়িত্ব অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সামলাবেন। এর আগে, মঙ্গলবার নাহিদ ইসলাম তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন। তার পদত্যাগের পর থেকেই জল্পনা চলছিল যে, তিনি একটি নতুন রাজনৈতিক দলের নেতৃত্বে আসবেন। নাহিদ ইসলামও বারবার জানিয়েছিলেন যে, তিনি পদত্যাগ করে নতুন দলের সঙ্গে যুক্ত হবেন। তার পদত্যাগের মধ্য দিয়ে সেই সব গুঞ্জনই শেষ হয়ে যায়।

উল্লেখ্য, নাহিদ ইসলামের ছাত্ররা নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেয়ার কথা জানিয়েছেন। ২৮ ফেব্রুয়ারি নতুন দলের আত্মপ্রকাশ ঘটবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সারজিস আলম। মাহফুজ আলম গত বছরের ১০ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন, তবে তখন তিনি কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন না। এর আগে, অন্তর্বর্তী সরকার গঠনের ২০ দিনের মাথায় ২৮ আগস্ট প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে তাকে নিয়োগ দেয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মাহফুজ আলম। তিনি আন্দোলনে রাজনৈতিক-বুদ্ধিবৃত্তিক সহযোগীর দায়িত্বে ছিলেন এবং গণ-অভ্যুত্থানের পর ছাত্র, নাগরিক ও অন্তর্বর্তী সরকারের মধ্যে যোগাযোগ রক্ষার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ছিলেন। গতকাল পদত্যাগ করা নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তবে মাহফুজ আলমকে একমাত্র তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More