ধাক্কা দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে ফেলে দেয়া সম্ভব নয়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস আলোচনা সভায় শেখ হাসিনা
চুয়াডাঙ্গা-মেহেরপুরের বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। এই দল জনগণের কল্যাণে কাজ করে। দেশের আর্থসামাজিক উন্নতি হয়েছে বলেই জনগণ তাদের ভোট দেয়। এটি জনগণের দল। আওয়ামী লীগকে ধাক্কা দিলেই পড়ে যাবে না। গতকাল মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিকে, চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত।
বিএনপিকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, খুব একটা আতঙ্ক সৃষ্টি করেছিলো ১০ তারিখ (১০ ডিসেম্বর) নিয়ে। কিন্তু এতো ঢাকঢোল পিটিয়ে চলে গেলো গোলাপবাগে। এখন আবার বলে ১১ তারিখ (১১ জানুয়ারি) থেকে তারা নাকি আন্দোলন করবে। একটা কথা বলে দিতে চাই, আওয়ামী লীগ জনগণের দল। আওয়ামী লীগকে উৎখাত করা এতো সহজ নয়। ধাক্কা দিলো আর আওয়ামী লীগ পড়ে গেলো, এতো সহজ নয়। বিএনপি ও তাদের সমমনা দলগুলোর আজকের গণঅবস্থান কর্মসূচি প্রসঙ্গে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আরও বলেন, বিএনপির সঙ্গে জোটে গেছে অতি বাম, অতি ডান। সব অতিরা এক জায়গায় হয়ে আতি-পাতি নেতা হয়ে তারা নাকি একেবারে ক্ষমতা থেকে আমাদের উৎখাত করবে। অবৈধভাবে ক্ষমতায় থেকে কেউ যদি ভোট চুরি করে, তাকে ক্ষমতা থেকে হটাতে আওয়ামী লীগই পারে। এটা প্রমাণ করেছি বারবার। আমরা গণতন্ত্রের চর্চা নিজের দলে করি। দেশেও গণতন্ত্র চর্চা করি। বিএনপির আন্দোলনের সমালোচনা করে তিনি বলেন, আজ তারা গণতন্ত্রের কথা বলে! তাদের নিজেদেরই তো গণতন্ত্র নেই। তাদের দলের কোনো ঠিকানা নেই। ডিজিটাল বাংলাদেশ করেছি বলে তারা এর সুবিধা নিয়ে গণতন্ত্রের জন্য গলা ফাটাচ্ছে। আর তাদের কিছু ভাড়াটে লোক আছে, দেশ-বিদেশে বসে সোশ্যাল মিডিয়ায় সারাদিন কুৎসা রটাবে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। ২০০১ সালে আওয়ামী লীগই একমাত্র শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিলো মন্তব্য করে তিনি বলেন, এর আগেও হয়নি, পরেও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর হয়নি। খালেদা জিয়ার অধীনে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচন আর ২০০৭ সালের ২২ জানুয়ারির নির্বাচন বাতিল করতে বাধ্য হয়। ভোটচুরি করায় জনগণই তাদের বিতাড়িত করে। বারবার যারা জনগণ দ্বারা প্রত্যাখ্যাত ও বিতাড়িত, তারা গণতন্ত্রটা চর্চা করলো কবে? আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীকে মনে রাখতে হবে, ২০০৮ সালের নির্বাচন নিয়ে তো কেউ প্রশ্ন তোলে না। সেই নির্বাচনে বিএনপি মাত্র ২৯টা সিট পেয়েছে, পরে উপনির্বাচনে আরেকটা পায়। সেই থেকে ক্ষমতায় আসার পর জনগণের কল্যাণে কাজ করে আর্থসামাজিক উন্নতি সাধন করেছি বলেই জনগণ আওয়ামী লীগকে ভোট দেয়। ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন এবং বাংলাদেশের ইতিহাসে এর অবিস্মরণীয় গুরুত্বের কথা তুলে ধরে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বলেন, আমরা বিজয় অর্জন করেছিলাম। কিন্তু সেটা অধরা ছিলো। বাঙালির মুখে কিন্তু সেই রকম হাসি ফোটেনি। জাতির পিতা দেশে ফিরে এলে সেদিনই যেন আমাদের বিজয় সম্পূর্ণ হলো। স্বাধীনতা অর্জনটা সার্থক হলো। তার আদর্শ-নীতি অনুসরণ করেই আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।
চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে সকাল ৮টার সময় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। বিকেলে জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, অ্যাড. শামসুজ্জোহা, সাবেক উপ-প্রচার সম্পাদক মো. শওকত আলী বিশ্বাস, সাবেক কার্যনির্বাহী সদস্য অ্যাড. বেলাল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আলাউদ্দিন হেলা ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা নুরুন্নাহার কাকলী, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি, জাতীয় মহিলা সংস্থা চুয়াডাঙ্গা জেলা শাখার চেয়ারম্যান নাবিলা রুকসানা ছন্দা, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া সাহাব, মহিলা নেত্রী রুকসানা খুকু, জেলা শ্রমিক লীগের সভাপতি মো. আফজালুল হক বিশ্বাস, জেলা কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাছেদ আলী, কৃষক লীগ নেতা মাসুদুর রশীদ, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ এর সভাপতি সাবেক অধ্যক্ষ শাজাহান আলী ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাহাবুবুল হক সেলিম, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রুঞ্জু, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম আসমান, রাশেদুজ্জামান বাকী, শেখ সেলিম, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. সাহাবুল হোসেন প্রমুখ।
অপরদিকে, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আয়োজনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জেলা যুবলীগের কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার ও নেতাকর্মীরা। পরে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সদস্য সাজেদুল ইসলাম লাভলু, আজাদ আলী, হাফিজুর রহমান হাপু, আবু বক্কর সিদ্দিক আরিফ, আলমগীর আজম খোকা। এ সময় আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা পিরু মিয়া, যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুম, হাসানুল ইসলাম পলেন, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আল ইমরান শুভ, জেলা ছাত্রলীগের সাবেক নেতা রামীম হোসান সৈকত, শেখ রাসেল, ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আলিম, পদ্মবিলা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বিপ্লব হোসেন, লোকমান, বিপুল প্রমুখ।
এদিকে, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের আয়োজনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সকাল ৭টার সময় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হেলা ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সাবেক জেলা যুবলীগের আহ্বায়ক আরফিন আলম রঞ্জু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম আসমান, সাবেক জিএস রাশেদুজ্জামান বাকী, সাবেক পৌর ছাত্রলীগের সভাপতি মিরাজুল ইসলাম কাবা, জেলা ছাত্রলীগের সাবেক সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সাবেক সহ-সভাপতি শাহাবুল হোসেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, সাবেক ক্রীড়া বিষয় সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, অয়ন হাসান জোয়ার্দার, সাবেক স্কুল ও ছাত্রবিষয়ক রাজু আহমেদ, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ নেতা শোয়েব রিগান, তানভীর আহম্মেদ সোহেল, মুন্না আজম, পৌর ছাত্রলীগ নেতা ইমদাদুল হক আকাশ প্রমুখ।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ নানা কর্মসূচি পালন করেছে। দিবসটি উপলক্ষে সকাল ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুছার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ালীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খাঁন, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য হেলাল উদ্দিন, সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আলহাজ লিয়াকত আলী লিপু মোল্লা, আওয়ামী লীগ নেতা ব্যাংকার মানুয়ার হোসেন, পরিমল কুমার কালু ঘোষ, নুরুন্নবী, আব্দুল মালেক, যুবলীগ নেতা সৈকত খান।
দর্শনা অফিস জানিয়েছে, দর্শনায় স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে দর্শনা পৌর আ.লীগের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের সাথে জাতীয়, দলীয় পতাকা উত্তলোন, জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান, দর্শনা পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আলি মুনছুর বাবু, দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ, আ.লীগ নেতা আতিয়ার রহমান হাবু, বিল্লাল হোসেন, জয়নাল আবেদীন নফর, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, সহসভাপতি সোলায়মান কবীর, আব্দুস সালাম ভুট্টু, রেজাউল করিম, মামুন শাহ, আশরাফুল ইসলাম, ছাত্রলীগ নেতা কামরুল হাসান লোমান, রাইহান প্রমুখ।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার সময় দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দামুড়হুদা উপজেলা ডাকবাংলা দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মঞ্জুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান ও দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক আজিজ হক আজিজ, দর্শনা পৌর আওয়ামী লীগের সহসভাপতি হুমায়ুন কবীর, জেলা পরিষদের সদস্য অ্যাড. সিরাজুল ইসলাম, দামুড়হুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবীর ইউসুফ, দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম, নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল হক মোমিন, জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তালেব। দামুড়হুদা উপজেলা যুবলীগের সাবেক চেয়ারম্যান অ্যাড. আবু তালেবের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন আ.লীগ নেতা ইমতিয়াজ হোসেন, উপজেলা যুবলীগ নেতা শেখ হাফিজুর শামসের, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জামিরুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা, শেখ হাফিজুর শামসের, হযরত আলী, জাহাঙ্গীর আলম, হাইদার আলী, হাবিবুর রহমান হাবিব, রবিউল ইসলাম, আ. আলীম, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের মেম্বার হাসান আলী, জাহিদুল ইসলাম, মতিয়ার রহমান, কামরুজ্জামান, সাবেক মেম্বার মুনছুর আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাজু আহমেদ রিংকু, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহবায়ক শাহীন মোল্লা, যুগ্ম আহ্বায়ক এম.এ করিমসহ আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ প্রমুখ।
আন্দুলবাড়িয়া প্রতিনিধি জানিয়েছেন, জীবননগরের আন্দুলবাড়িয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যেগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির অন্যতম সদস্য শেখ ফিরোজ আহম্মেদ, সহকারী শিক্ষক ইকবাল আহম্মেদ জুয়েল, মোস্তাফিজুর রহমান সোনা, ফরহান উদ্দিন ঝংকার, মাহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, সানোয়ার হোসেন, মাওলানা আহসানউল্লা, সালমা বানু, রাবেয়া বেগম প্রমুখ। আলোচনাসভা শেষে অতিথিবৃন্দ চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করেন। দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আহসানউল্লা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেখ আতিয়ার রহমান।
মেহেরপুর অফিস জানিয়েছে, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে মেহেরপুর জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি’র বাসভবন প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সদস্য শামীম আরা হীরা উপস্থিত থেকে জেলা আওয়ামী লীগের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে সেখানে মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধনের নেতৃত্বে জেলা ছাত্রলীগ, সদর উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী লতিফন নেছা লতার নেত্রীতে যুব মহিলা লীগের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে মেহেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসেম, মেহেরপুর জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনাম, সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এদিন বিকেলে মেহেরপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি’র (জুমের মাধ্যমে) সভাপতিত্বে ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান, আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান মতি, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জামান, মেহেরপুর শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আক্কাচ আলী, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, সদর উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু প্রমুখ বক্তব্য রাখেন।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে মঙ্গলবার সকালে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স গেট থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতার নেতৃত্বে একটি র্যালি বের হয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতির পাদদেশে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মধু, সম্পাদক নজরুল ইসলাম। দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাকিম হক খোকন কমান্ডার। মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বল্টু, উপজেলা কৃষক লীগের সভাপতি জাহিদ হাসান রাজীব সম্পাদক শাহিনুর রহমান মানিক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মতিউর রহমান মতিন, যুবনেতা হাসানুজ্জামান লাল্টু, আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।