স্টাফ রিপোর্টার: দুই সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম আরও কমেছে। আন্তর্জাতিক বাজারে সোনার দাম নিম্নমুখী হওয়ায় দেশের বাজারেও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার ভরিতে দাম কমানো হয়েছে এক হাজার ১৬৬ টাকা। ফলে এই মানের সোনার প্রতি ভরির দাম পড়বে ৭৬ হাজার ৫১৬ টাকা। আজ বুধবার থেকে সারা দেশে নতুন এই দাম কার্যকর হবে। মঙ্গলবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এমএ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাজুস বিজ্ঞপ্তিতে জানায়, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় বুলিয়ন মার্কেটে সোনার দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণ ও রুপোর নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, আজ বুধবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ৭৬ হাজার ৫১৬ টাকা। যা মঙ্গলবার পর্যন্ত বিক্রি হচ্ছিলো ৭৭ হাজার ৬৮২ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে দাম পড়বে ৭৩ হাজার ১৭ টাকা। মঙ্গলবার পর্যন্ত এই মানের প্রতি ভরি সোনা বিক্রি হয় ৭৪ হাজার ১৮৩ টাকা টাকায়। ১৮ ক্যারেটের সোনা ভরিতে ৯৩৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৬০ হাজার ৭৬৯ টাকা। যা মঙ্গলবার পর্যন্ত এই মানের সোনা প্রতি ভরি ৬২ হাজার ৭৫২ টাকায় বিক্রি হয়। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৮৭৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫২ হাজার ১৯৬ টাকা। যা মঙ্গলবার পর্যন্ত এই মানের স্বর্ণ প্রতি ভরি ৫৩ হাজার ৭১ টাকায় বিক্রি হ”ি লো। সোনার দাম কমলেও রুপোর আগের নির্ধারিত দামই বহাল রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপোর দাম ১৫১৬ টাকা, ২১ ক্যারেটের ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৯৩৩ টাকা অপরিবর্তিত রয়েছে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ