দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম

 

স্টাফ রিপোর্টার: কমানোর এক সপ্তাহ যেতে না যেতেই দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। মান অনুযায়ী প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫০ টাকা থেকে এক হাজার ৩৪১ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ বুধবার থেকে নতুন এই দাম কার্যকর হবে। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এ ছাড়া সোনার দাম বাড়ানোর পাশাপাশি সোনার অলঙ্কার বিক্রির ক্ষেত্রে প্রতি গ্রামে সর্বনিম্ন ৩০০ টাকা মজুরি নেয়ার সিদ্ধান্ত দিয়েছে বাজুস। এর আগে গত ১৭ জুলাই সোনার দাম কমানো হয়েছিলো। সে সময় সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ১৬৬ টাকা কমানো হয়। ২১ ক্যারেটের এক হাজার ১৬৭ টাকা ও ১৮ ক্যারেটের প্রতি ভরিতে ৯৩৩ টাকা কমানো হয়। গতকাল মঙ্গলবার বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা ২৭ জুলাই থেকে কার্যকর হবে। সোনার নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ৩৪১ টাকা বাড়িয়ে করা হয়েছে ৭৮ হাজার ৫৫৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ২৮৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৭৫ হাজার টাকা। আর ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ৩৪১ টাকা বাড়িয়ে ৬৪ হাজার ৫৬০ টাকা করা হয়েছে। তবে সনাতন পদ্ধতির সোনার দামের বিষয়ে কোনো তথ্য দেয়নি বাজুস। ফলে এই মানের প্রতি ভরি সোনার ৫২ হাজার ৭২১ টাকা রয়েছে। এ ছাড়া রুপার দামে কোনো পরিবর্তন করা হয়নি। ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম এক হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটের এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকাই অপরিবর্তিত রয়েছে।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More