দামুড়হুদা ব্যুরো: দামুড়হুদায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার নির্দেশনা থাকলেও তা মানছেন না অনেকেই। বিনা প্রয়োজনে বাইরে বের হচ্ছেন সাধারণ জনগণ। কেউ কেউ দোকান খুলে বেচাকেনা করছেন অবাধে। ফলে রক্ষা হচ্ছে না সামজিক দূরত্ব। সরকারি আদেশ অমান্য করায় ২ মোটরসাইকেল চালকের বিরুদ্ধে দ-বিধির ১৮৬০ এর ১৮৮ ধারায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫শ’ টাকা করে এক হাজার টাকা এবং দামুড়হুদা বাজারের এক গার্মেন্ট্স ব্যবসায়ীর বিরুদ্ধে একই ধারায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল সোমবার দুপুরে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহি উদ্দিন দামুড়হুদা বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এদিকে সরকারি আদেশ অমান্য করে অবাধে যান চলাচল রোধে গাড়ি চেকিং অব্যাহত রেখেছে সেনাবাহিনী। গতকাল সোমবার দুপুরে একদল চৌকস সেনাদল দামুড়হুদা বাজার এলাকায় বেশকিছু মোটরসাইকল চালকের গতিরোধ করে জিজ্ঞাসবাদ করে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ