দামুড়হুদার কার্পাসডাঙ্গায় খাদ্যের সন্ধানে দাপিয়ে বেড়াচ্ছে দলবদ্ধ হনুমান
বন্যপ্রাণী সংরক্ষণে আন্তরিক হওয়ার তাগিদ
মোস্তাফিজ কচি :খাদ্যের সন্ধানে দামুড়হুদার কার্পাসডাঙ্গায় এলাকায় একদল হনুমান দাপিয়ে বেড়াচ্ছে। খাদ্যের সন্ধানে নিরাপদ আশ্রয় স্থল খুঁজতে লোকালয়ে সারাক্ষণ ছুটোছুটি করছে। হনুমান দেখতে অতি উৎসাহী লোকেরা, বিশেষ করে শিশুরা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে।
এলাকার কেউ কেউ ওদের কিছু খাবার দিলেও দামাল ছেলেদের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছে হনুমানের দল। স্থানীয়দের অনেকে বলেছেন, খাবার সংকটের কারণে এলাকায় অবস্থান নিয়েছে। দৃশ্য দেখে পল্লী চিকিৎসক রবিউল হক কিছু খাবারের ব্যবস্থা করেছেন। তিনি বলেছেন,আমি প্রতিদিন বিকালে ৫/৬ টি হনুমানের ( কলা- পাউরুটি) খাবারের ব্যবস্হা করি। দামুড়হুদা উপজেলা প্রানি সম্পদ অফিসার ডা. মশিউর রহমান বলেন হনুমান শুধু কার্পাসডাঙ্গাতেই নয়। অনেক সময় বন্যা কিংবা খাবারের অভাব দেখা দিলে এক এলাকা থেকে অন্য এলাকায় অবস্থান নেয়। ওদেরতো আর সীমান্ত বা বিচরণের সীমা রেখা নেই। ভারত থেকেও যেমন আসতে পারে, তেমনই যশোরের কেশবপুর থেকেও আসতে পারে। তবে বণ্যপ্রাণী সংরক্ষণে আমাদের সকলকেই দায়িত্বশীল হওয়া উচিৎ।