স্টাফ রিপোর্টার: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ডে মতলব এক্সপ্রেসের একটি বাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে ২ জন নিহত এবং ১১ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায়। অগ্নিদগ্ধ হয়ে নিহত দুই যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে আগত মতলবের বাবুরহাটগামী মতলব এক্সপ্রেসের একটি বাস সন্ধ্যায় গৌরিপুর বাসস্ট্যান্ডের নিকটে যাত্রী নামানোর জন্য থামালে হঠাৎ করে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। সাথে সাথে গাড়ির চতুর্দিকে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় গাড়িতে থাকা যাত্রীরা হুড়োহুড়ি করে নামার চেষ্টা করে। তারমধ্যে ভেতরে ২ যাত্রী আটকে অগ্নিদগ্ধ হয়ে পুড়ে যায়। এতে আরো ১৫ যাত্রী মারাত্মকভাবে আহত হয়। পরে দাউদকান্দি থেকে ফায়ার সার্ভিসের দুটি টিম এসে যাত্রীদের উদ্ধার করে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার পর অগ্নিদগ্ধ ২ জনকে গাড়ি থেকে বের করা হয়। মারাত্মকভাবে অগ্নিদগ্ধ ৯ জনকে ঢাকা বার্ন ইউনিট হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়।
এছাড়া, আরও পড়ুনঃ