স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মিথ্যা মামলা প্রত্যাহারে দাবি জানিয়েছে চুয়াডাঙ্গা জেলা যুবদল।
জেলা যুবদল সভাপতি মো. শরিফ উর জামান সিজার বিবৃতিতে তীব্র ক্ষোভ জানিয়ে বলেন, এভাবে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। মূলতঃ বর্তমান অবৈধ নিশিরাতের সরকার বুঝতে পেরেছে তাদের পতনের ঘন্টা অনতিদূরে বিধায় গদি হারানো আশঙ্কায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অবিরাম মিথ্যা মামলা দিয়ে নিজেদের অবৈধ গদি রক্ষার ব্যর্থ চেষ্টা করে চলেছে। তারই অংশ হিসেবে দেশনায়ক তারেক রহমান ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারী পরোয়ানা জারি করেছে। দেশবাসী জানে বিগত ১৪ বছর দেশের সম্পদ কারা লুট করেছে, কারা ব্যাংক লুট করেছে, কারা মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করেছে, কারা কুইক রেন্টাল বিদ্যুতের নামে বিদ্যুৎ সেক্টর ধ্বংস করে কুইক দুর্নীতির মাধ্যমে দেশের অর্থ বিদেশে পাচার করেছে। জেলা যুবদল সভাপতি সিজার আরো বলেন, মহান স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়ার সুযোগ্য উত্তরসুরী দেশনায়ক তারেক রহমান যার ধমনীর প্রতিটি রক্ত কনিকায় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দীপ্ত শপথের অঙ্গীকার। সকল অবৈধ স্বৈরাচারী সরকার পতনের আগে দিশেহারা হয়ে বিরোধী দলীয় নেতাসহ দেশের সাধারণ মানুষের ওপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। বাংলাদেশের গণতন্ত্রহীন সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধি তারেক রহমানের এটাই চূড়ান্ত লড়াই।